পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court 'No' To Urgent Hijab Hearing: বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না: হিজাব বিতর্কে সুপ্রিম কোর্ট - কর্নাটকে হিজাব বিতর্ক

কর্নাটকের হিজাব বিতর্ক (Karnataka hijab row) নিয়ে পিটিশনের জরুরি শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court 'No' To Urgent Hijab Hearing) ৷

Supreme Court refuses to give urgent hearing on plea challenging Karnataka High Court's order
বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না: হিজাব বিতর্কে সুপ্রিম কোর্ট

By

Published : Feb 11, 2022, 12:36 PM IST

Updated : Feb 11, 2022, 1:43 PM IST

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: কর্নাটকের হিজাব বিতর্ক (Karnataka hijab row) নিয়ে পিটিশনের জরুরি শুনানিতে রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court 'No' To Urgent Hijab Hearing) ৷ যথাযথ সময় এলে তবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷ বিচারপতি আবেদনকারীকে বলেছেন, "বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না (Supreme Court refuses to give urgent hearing on plea challenging Karnataka High Court's order)৷"

হিজাব বিতর্ক (Hijab Row) নিয়ে পরবর্তী রায় না-দেওয়া পর্যন্ত হিজাব বা অন্য কোনও ধর্মীয় পোশাক পরা থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কর্নাটকের হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে (Hijab Case in Supreme Court) ৷

আরও পড়ুন:Karnataka Hijab Row Updates : সুপ্রিম দ্বারে হিজাব বিতর্ক, কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল

সেই মামলার জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা আজ বলেন, "এই বিষয়গুলিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না ৷ যথযথ সময় এলে তবেই আমরা হস্তক্ষেপ করব ৷" আবেদনকারীর আইনজীবী তাঁর সওয়ালে বলেছিলেন, এই মামলার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে ৷ গত 10 বছর ধরে ছাত্রীরা হিজাব পরে আসছে ৷ তবে তাঁর এই যুক্তি শোনার পর নিজের অবস্থানে অনড় থাকেন প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "এই বিষয়গুলিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না ৷ যথাযথ সময় এলে তবেই আমরা হস্তক্ষেপ করব ৷"

আরও পড়ুন:Shabana Azmi reacts to Kangana: হিজাব বিতর্কে কঙ্গনাকে একহাত শাবানার

কর্নাটকের ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মঙ্গলবার থেকে তিনদিনের জন্য স্কুল, কলেজ-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার ৷ এ বিষয়ে মামলা নিয়ে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয় বুধবার ৷ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত বেঞ্চ হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় ৷ আজ থেকেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে ৷ তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকতে বলে আদালত ৷ অন্তর্বর্তীকালীন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এক ছাত্রী ৷

Last Updated : Feb 11, 2022, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details