পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Parliament Row: নয়া সংসদের ভবনের উদ্বোধন নিয়ে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

আগামী রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ সেই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ শুক্রবার ওই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

Supreme Court
Supreme Court

By

Published : May 26, 2023, 2:22 PM IST

নয়াদিল্লি, 26 মে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করানো হোক ৷ এই দাবিতে জনস্বার্থ মামলার দায়ের করা হয় সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ এ দিন মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জে কে মাহেশ্বরী ও পি এস নরসিমার অবসরকালীন বেঞ্চে ৷ তাঁরা এই মামলা শুনতে রাজি হননি ৷ মামলাকারী আইনজীবী জয়া সুকিনকে এই মামলা তুলে নিতে নির্দেশ দেন তাঁরা ৷ তিনি যাতে মামলা তুলে নেওয়ার অনুরোধ জানাতে পারেন, সেই অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে ৷

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া ওই জনস্বার্থ মামলায় দাবি করা হয়, নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে লোকসভার সচিবালয় আসলে সংবিধান লঙ্ঘন করেছে ৷ কারণ, প্রধানমন্ত্রী ও অন্যমন্ত্রীদের রাষ্ট্রপতিই নিযুক্ত করেন ৷ এমনকী রাজ্যপাল, দেশের প্রধান বিচারপতি-সহ একাধিক শীর্ষ পদে থাকা ব্যক্তিদের রাষ্ট্রপতিই নিযুক্ত করেন ৷ এই মামলায় লোকসভার সচিবালয়, স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন ও বিচারমন্ত্রককেও এই মামলায় পার্টি করা হয় ৷

কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এ দিন মামলাকারী আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা বুঝতে পারছি না এই ধরনের আবেদন কেন করেছেন ! আর্টিকেল 32 এর অধীনে আমরা এই মামলা শুনতে আগ্রহী নই ৷’’ তার পরই এই মামলা খারিজ করে দেওয়া হয় ৷ আইনজীবীকে মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী রবিবার, 28 মে নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন হতে যাচ্ছে ৷ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্বোধনের জন্য না আমন্ত্রণ জানানোয় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিজেপি বিরোধী দলগুলি এই নিয়ে জোট বেঁধেছে ৷ এখনও পর্যন্ত 21টি রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন:নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট নিয়ে কংগ্রেসকে সাঁড়াশি আক্রমণ শাহ-নাড্ডার, খোঁচা পরিবারতন্ত্রের

ABOUT THE AUTHOR

...view details