পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court: অভিন্ন পোশাক বিধি নিয়ে জনস্বার্থর মামলার শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট - অভিন্ন পোশাক বিধি

কর্নাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (Karnataka High Court Hijab Ban) ৷ তার বিরুদ্ধে মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ এর মাঝে অভিন্ন পোশাক বিধি নিয়ে মামলা দায়ের হয় শীর্ষ আদালত ৷ সেই জনস্বার্থর মামলার শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট ৷

supreme-court-refuses-to-entertain-pil-for-common-dress-code-in-educational-institutes
Supreme Court: অভিন্ন পোশাক বিধি নিয়ে জনস্বার্থর মামলার শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট

By

Published : Sep 16, 2022, 1:23 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : শিক্ষা প্রতিষ্ঠানে (Educational Institute) অভিন্ন পোশাক বিধি চালুর দাবিতে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ এই নিয়ে কেন্দ্র, রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিতেও শীর্ষ আদালতের কাছে আবেদন করা হয় ৷ শুক্রবার সেই আবেদনের শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট ৷ এদিন শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তা ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ৷ তাঁরা জানান, এটা আদালতের বিচারাধীন বিষয় হতে পারে না ৷

এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন নিখিল উপাধ্য়ায় নামে এক ব্যক্তি ৷ তাঁর হয়ে এদিন আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী গৌরব ভাটিয়া ৷ তিনি আদালতের কাছে সওয়াল করেন যে সমানাধিকার ও জাতীয় অখণ্ডতা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অভিন্ন পোশাক বিধি (Common Dress Code) চালু করা উচিত ৷ বিষয়টি তিনি সাংবিধানিক বলেও উল্লেখ করেন ৷ আর শিক্ষা অধিকার আইনের আওতায় এই নিয়ে নির্দেশ দেওয়ার আবেদন জানান ৷

যে বেঞ্চে এই মামলাটি উঠেছিল, সেই বেঞ্চেই হিজাব মামলার শুনানি হচ্ছে (Karnataka Hijab Controversy) ৷ কর্নাটকের ওই হিজাব বিতর্কের প্রেক্ষিতেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ পরে শীর্ষ আদালত মামলাটি শুনতে রাজি না হওয়ায়, তা আবেদনকারী ফিরিয়ে নেন ৷

মামলা দায়ের করা হয়েছিল আইনজীবী অশ্বিনী উপাধ্যায় ও অশ্বিনী দুবের মাধ্যমে ৷ তাঁরা আবেদনে এই নিয়ে কেন্দ্রকে একটি বিচারবিভাগীয় কমিশন তৈরির কথা বলেছিলেন ৷ যে কমিশনের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সামাজিক ও আর্থিক ন্যায়বিচারের মূল্যবোধ, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক মনোভাব এবং জাতীয় অখণ্ডতা ও ঐক্যের মনোভাব তৈরি হবে ৷

আইন কমিশনকেও (Law Commission) তিন মাসের মধ্যে এই নিয়ে পদক্ষেপের আর্জি জানানো হয়েছিল ওই জনস্বার্থ মামলায় ৷ তাছাড়া মামলাকারীর দাবি ছিল, অভিন্ন পোশাক বিধি খুবই জরুরি কারণ, এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মনিরপেক্ষতা প্রকাশ পায় ৷ না হলে আগামিদিনে নাগা সাধুরা কলেজে ভর্তি হয়ে পোশাক ছাড়াই চলে আসবে ৷

আরও পড়ুন :হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের বিচারপতিদের প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার 2

ABOUT THE AUTHOR

...view details