নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : শিক্ষা প্রতিষ্ঠানে (Educational Institute) অভিন্ন পোশাক বিধি চালুর দাবিতে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ এই নিয়ে কেন্দ্র, রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিতেও শীর্ষ আদালতের কাছে আবেদন করা হয় ৷ শুক্রবার সেই আবেদনের শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট ৷ এদিন শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তা ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ৷ তাঁরা জানান, এটা আদালতের বিচারাধীন বিষয় হতে পারে না ৷
এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন নিখিল উপাধ্য়ায় নামে এক ব্যক্তি ৷ তাঁর হয়ে এদিন আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী গৌরব ভাটিয়া ৷ তিনি আদালতের কাছে সওয়াল করেন যে সমানাধিকার ও জাতীয় অখণ্ডতা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অভিন্ন পোশাক বিধি (Common Dress Code) চালু করা উচিত ৷ বিষয়টি তিনি সাংবিধানিক বলেও উল্লেখ করেন ৷ আর শিক্ষা অধিকার আইনের আওতায় এই নিয়ে নির্দেশ দেওয়ার আবেদন জানান ৷
যে বেঞ্চে এই মামলাটি উঠেছিল, সেই বেঞ্চেই হিজাব মামলার শুনানি হচ্ছে (Karnataka Hijab Controversy) ৷ কর্নাটকের ওই হিজাব বিতর্কের প্রেক্ষিতেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ পরে শীর্ষ আদালত মামলাটি শুনতে রাজি না হওয়ায়, তা আবেদনকারী ফিরিয়ে নেন ৷