পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court: সিবিএসই-সিআইএসসিই বোর্ড পরীক্ষা অফলাইনেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট - Supreme Court

এদিন সিবিএসইর তরফে আদালতে সওয়াল জবাব করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা । আদালতে তিনি জানান, কোভিড বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হয়েছে । 6 হাজার 500 থেকে 15 হাজার পর্যন্ত বাডা়নো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ।

Supreme Court refuses to ask CBSE and CISCE to hold exams in hybrid mode
CBSE

By

Published : Nov 18, 2021, 3:44 PM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর: মিশ্র ভাবে নয়, সিবিএসই এবং সিআইএসসিইর দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে অফলাইনেই । বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানিতে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ড । আদালত জানিয়েছে, পরীক্ষার সব প্রস্তুতি মিটে গিয়েছে । এখন সেই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো অর্থহীন ।

কোভিড পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন, দুই উপায়ই রাখার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন 6 পড়ুয়া । বৃহস্পতিবার তার শুনানিতে বিচারপতি এএম খানউইলকর এবং সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চ তাদের আবেদন খারিজ করে দেয় ।

আরও পড়ুন:Jammu-Kashmir Encounter: সাহসিকতার পুরস্কার প্রাপকের ছেলে মৃত ভুয়ো এনকাউন্টারে, চাপের মুখে কাশ্মীরে তদন্তের নির্দেশ

এদিন সিবিএসইর তরফে আদালতে সওয়াল জবাব করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা । আদালতে তিনি জানান, কোভিড বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হয়েছে । 6 হাজার 500 থেকে 15 হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ।

তাতেই ডিভিশন বেঞ্চ জানায়, বোর্ড কর্তৃপক্ষের আশ্বাসে আশাজনক এবং তাতে বিশ্বাস করাই যায় । সব বিধি মেনে যখন পরীক্ষা নেওয়া হচ্ছে, সে ক্ষেত্রে কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয় ।

আরও পড়ুন:Supreme Court : ত্বকের সংস্পর্শ না হলেও যৌন নিগ্রহ নাবালিকার, বম্বে হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের

ABOUT THE AUTHOR

...view details