নয়াদিল্লি, 03 ডিসেম্বর: দূষণ নিয়ন্ত্রণ (NCR Pollution Control) নিয়ে প্রশ্নের মুখে পড়ে দোষ ঠেলে দেওয়া হয়েছিল পাকিস্তানের (Uttar Pradesh Blames Pakistan) ঘাড়ে ৷ তা নিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত (Supreme Court of India) হল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh Government) ৷ প্রধান বিচারপতির (Chief Justice of India NV Ramana) কাছে বিদ্ধ হয়ে কার্যত মুখ লুকিয়ে ফিরতে হল তাদের ৷
দিল্লি-সহ উত্তর ভারতে দূষণের প্রকোপ নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে (Supreme Court Rebukes UP) ৷ শুক্রবার সেই নিয়ে শুনানি চলাকালীন পাকিস্তানের ঘাড়ে দূষণের দায় চাপান তাদের আইনজীবী রণজিৎ কুমার ৷ তিনি বলেন, ‘‘বাতাসের অভিমুখেই অবস্থান উত্তরপ্রদেশের ৷ সেখানে পাকিস্তান থেকেই মূলত বাতাস ঢোকে ৷ তাই দূষণের জন্য উত্তরপ্রদেশ কোনও ভাবেই দায়ী নয় ৷’’
আরও পড়ুন:Rahul Gandhi Attacks Narendra Modi: কৃষক মৃত্যুর দায় স্বীকার করুন, মোদিকে তীব্র আক্রমণ রাহুলের