নয়াদিল্লি, 19 জুলাই : সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মা ৷ মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে যে নূপুরের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা আপাতত নেওয়া যাবে না (Supreme Court Protects Suspended BJP Leader Nupur Sharma from Coercive Action) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 মে একটি বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে হাজির ছিলেন নূপুর শর্মা ৷ বিজেপির (BJP) মুখপাত্র হিসেবেই তিনি সেখানে ছিলেন ৷ অভিযোগ, সেখানে তিনি একটি মন্তব্য করেন ৷ যা নিয়ে ব্যাপক বিতর্ক হয় ৷ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয় ৷
দেশের বিভিন্ন রাজ্যের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ কলকাতা-সহ বাংলার বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের হয় নূপুরের বিরুদ্ধে ৷ তাঁকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশও পাঠানো হয় পুলিশের তরফে ৷ কলকাতা পুলিশ (Kolkata Police) লুক আউট নোটিশও জারি করে ৷