নয়াদিল্লি, 8 মে : গতবছর করোনার সংক্রমণ যখন লাগামছাড়া হতে শুরু করেছিল, তখন সংশোধনাগারগুলি থেকে সমস্ত কয়েদিদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসে গেলে আবার তাঁদের সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল ৷ এখন আবারও লাগানছাড়া হয়েছে করোনা ৷ দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ আর এই পরিস্থিতিতে আবারও সংশোধনাগারের কয়েদিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷
রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে তৈরি হাই-পাওয়ারড কমিটিকে শুক্রবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে ৷ শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, গতবছর যে কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছিল, তাদের আবারও সাময়িকভাবে মুক্তি দেওয়ার জন্য ৷