পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

31 জুলাইয়ের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এক রাজ্য থেকে অন্য রাজ্য়ে রোজগারের উদ্দেশ্য়ে পাড়ি দেন শ্রমিকেরা ৷ কিন্তু মহামারির কারণে তাঁরা চরম দুরবস্থার মধ্যে রয়েছেন ৷ কিন্তু এবার দেশের যেখানেই থাকুন না কেন, সরকারের কোনও জনকল্যাণমূলক প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত হবেন না, এই রায় দিল সুপ্রিম কোর্ট ৷

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

By

Published : Jun 29, 2021, 2:23 PM IST

নয়া দিল্লি, 29 জুন : ‘এক দেশ, এক রেশন কার্ড’ ('one nation, one ration card scheme') প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ করোনা সংক্রমণের প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা চরম আর্থিক দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন ৷ এই শ্রমিকরা নিজের রাজ্য ছেড়ে দেশের যে প্রান্তেই থাকুন, তাঁদের যাতে খাবারের অভাব না হয়, সেই জন্য 31 জুলাইয়ের মধ্যে দেশের সব রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ‘এক দেশ, এক রেশন কার্ড’-এর ভিত্তিতে বিনামূল্যে রেশন বিতরণের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত ৷ আর এর জন্য প্রয়োজনীয় রেশন পাঠানোর নির্দেশ দিল কেন্দ্রকে ৷

আরও পড়ুন : মানচিত্র বিতর্কে ভারতে টুইটারের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে এফআইআর

তিন সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ, হর্ষ মান্দার আর জগদীপ ছোকর পরিযায়ী শ্রমিকদের দুর্দশার সমাধানে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ এই আবেদনে তাঁরা দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের খাবার, অর্থ ও অন্যান্য জনকল্যাণমূলক ব্যবস্থাগুলির সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন ৷

সেই মামলার রায়ে আজ বিচারপতি অশোক ভূষণ আর এম আর শাহের বেঞ্চ কেন্দ্রকে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (NIC)-র সাহায্যে একটি পোর্টাল চালু করার কথা বলেছে ৷ যেখানে 31-এর জুলাইয়ের মধ্যে দেশের সব ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকদের নাম নথিভু্ক্তিকরণ সম্পূর্ণ করতে হবে, যাতে তাঁরা এই জনকল্যাণমূলক সুবিধাগুলি পেতে পারেন ৷

এমনকি প্যানডেমিক চলাকালীন শ্রমিকদের খাবারের বন্দোবস্ত করতে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চগুলিকে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করতে বলেছে ৷ আর তার জন্য প্রয়োজনমতো খাদ্যশস্য সরবরাহ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷

ABOUT THE AUTHOR

...view details