নয়া দিল্লি, 9 জানুয়ারি : দেশে প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ৷ শেষ 24 ঘণ্টার রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দেড় লক্ষ ছাড়িয়েছে ৷ বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি (justices of Supreme Court test Positive for Covid ) ৷ এবার সেই সংখ্যা চারজনে পৌঁছাল ৷ একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের প্রায় 150 কর্মচারী হয় করোনা আক্রান্ত নয়তো কোয়ারান্টিনে রয়েছেন ৷ প্রসঙ্গত আদালতের সংক্রমিতের হার বিচার করতে গেলে দেখা যাবে প্রায় 12.5 শতাংশ মানুষই আক্রান্ত হয়ে পড়েছেন ৷ যা পরবর্তী ক্ষেত্রে আরও মারাত্মক হয়ে উঠতে পারে ৷
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিচারপতি আর সুভাষ রেড্ডির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সমস্ত বিচারপতি ৷ তাঁদের একজনই ছিলেন জ্বরে আক্রান্ত ৷ পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ প্রায় একবছর ধরে ভার্চুয়ালি কাজ চালানোর পর গত অক্টোবরেই ফের একবার নতুন করে সশরীরে আদালতে আসতে শুরু করেছিলেন বিচারপতিরা ৷