দিল্লি, 1 মার্চ: নিজেদের পছন্দমাফিক করোনার টিকা নিতে পারবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৷ মঙ্গলবার থেকেই শুরু হবে তাঁদের টিকাকরণ প্রক্রিয়া ৷ ভারত বায়োটেকের কোভ্য়াক্সিন অথবা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড, যেটা ইচ্ছা সেটাই টিকাকরণের জন্য বেছে নিতে পারেন বিচারপতিরা ৷ সূত্রের খবর, বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তাঁদের সকলের পরিবারের সদস্যরাও এই দফায় করোনার টিকা পাবেন ৷
সূত্রের খবর, আদালত চত্বরেই টিকা দেওয়ার সমস্ত বন্দোবস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তবে বিচারপতি ও তাঁদের পরিবারের সদস্যরা চাইলে সরকারের তালিকাভুক্ত কোনও হাসপাতাল থেকেও করোনার টিকা নিতে পারেন ৷
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া নিয়মবিধি মেনেই টিকার দাম নেওয়া হবে ৷ বেসরকারি হাসপাতালগুলি টিকা পিছু সর্বোচ্চ 250 টাকা দাম ধার্য করতে পারবে ৷