পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের বিচারপতির সরকারি বাসভবনে করোনার হানা

আজ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানির মাঝেই আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারপতি এম আর শাহ তাঁর বাড়ির কর্মচারীদের কোভিড পজ়িটিভ হওয়ার খবর জানান ৷ এর আগে গত 12 এপ্রিল সুপ্রিম কোর্টের 40 জন কর্মচারী করোনা আক্রান্ত হন ৷ তারপর থেকেই বিচারপতিরা তাঁদের বাড়ি থেকেই শুনানি প্রক্রিয়া চালাচ্ছেন ৷

supreme-court-judge-mr-shahs-official-residence-staffs-affected-by-the-corona-in-delhi
সুপ্রিম কোর্টের বিচারপতির সরকারি বাসভবনে করোনার হানা

By

Published : Apr 15, 2021, 4:13 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল : সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ-র সরকারি বাসভবনের সকল কর্মচারী করোনা আক্রান্ত ৷ বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি শাহ নিজেই সে কথা জানিয়েছেন ৷ পুরো বিষয়টি সামাল দিতে সুপ্রিম কোর্টকে নিজেদের মতো করে সময় নেওয়ার পরামর্শ দিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি ৷

আজ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানির মাঝেই আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারপতি এম আর শাহ তাঁর বাড়ির কর্মচারীদের কোভিড পজ়িটিভ হওয়ার খবর জানান ৷ এই খবর শোনার পর শুনানি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ৷ তারপর ফের বেলা 2টো নাগাদ শুনানির প্রক্রিয়া শুরু হয় ৷ যদিও গত 12 এপ্রিল থেকে বিচারপতিরা তাঁদের বাড়ি থেকেই ভার্চুয়ালিং মামলার শুনানি চালাচ্ছেন ৷ সুপ্রিম কোর্টের 40 জন সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ, দিল্লিতে প্রতি শনি ও রবিবার কার্ফু

তবে, এবার বিচারপতিদের বাড়িতেই করোনা হানা দেওয়ায় চিন্তা বাড়তে শুরু করেছে ৷ কোনওভাবে বিচারপতিরা করোনা আক্রান্ত হলে, বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে যাবে ৷ ফলে একাধিক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details