নয়াদিল্লি, 12 মে: 'দ্য কেরালা স্টোরি' ব্যান করা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেল বাংলা । পশ্চিমবঙ্গ সরকারকে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে । দ্য কেরালা স্টোরি' সিনেমার নির্মাতারা, পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে । শুক্রবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করেছে । পাশাপাশি রাজ্যে সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করায়, তামিলনাড়ুকেও নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "দেশের অন্যান্য জায়গায় শান্তিপূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে এই ছবি ৷ পশ্চিমবঙ্গ সরকার কেন এই ছবি নিষিদ্ধ করেছে ? কেন এই ছবি চলতে দেওয়া হচ্ছে না ? একই ধরনের ডেমোগ্রাফিক প্রোফাইল নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলছে ছবিটি । সিনেমাটির সিনেমাটিক মূল্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই, এটি ভালো বা খারাপ হতে পারে ৷"
প্রসঙ্গত, গত 4 মে নবান্নে সাংবাদিক বৈঠকে বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি-র বিষয়বস্তু নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়েছিলেন, সমাজের এক সম্প্রদায়ের মানুষকে অপমান করতে বিকৃত তথ্য দিয়ে এই ছবি বানানো হয়েছে । টেনে আনেন দ্য কাশ্মীর ফাইলস ছবিটির প্রসঙ্গও । এরপরেই রাজ্যে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয় । এরপরেই দ্য কেরালা স্টোরি-র রাজ্যে প্রদর্শনের বিষয়ে মুখ্যসচিবকে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই মতো রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে সিনেমা সরানোর তোরজোড়ও শুরু হয়ে যায় ।
আরও পড়ুন: দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, মত সেন্সরবোর্ডের সদস্যের
বাংলায় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা । সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের । উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে এই ছবি নিষিদ্ধ করার ঘোষণাকে অগণতান্ত্রিক বলে প্রতিক্রিয়া দিয়েছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর সদস্য বাণী ত্রিপাঠি । এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, একটি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং তার মূল্যায়ণ করা নির্ভর করে দর্শকদের ওপরে ।