পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 27, 2022, 4:11 PM IST

Updated : Jun 27, 2022, 4:37 PM IST

ETV Bharat / bharat

Maharashtra Crisis : শিন্ডের মামলায় দুই শিবসেনা নেতাকে নোটিশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি 11 জুলাই

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) অব্যাহত ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডে ৷ সেই মামলায় সোমবার দুই শিবসেনা নেতাকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court issues notice on Shinde plea to Shiv Sena leaders) ৷

Supreme Court issues notice on Shinde plea to Shiv Sena leaders
Maharashtra Crisis : শিন্ডের মামলায় দুই শিবসেনা নেতাকে নোটিশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি 11 জুলাই

নয়াদিল্লি, 27 জুন :শিবসেনার (Shiv Sena) দুই নেতা অজয় চৌধুরি ও সুনীল প্রভুকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডের (Shiv Sena Rebel MLA Eknath Shinde) দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নোটিশ দিয়েছে শীর্ষ আদালত ৷ আগামী পাঁচদিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন :Maharashtra Crisis: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধবের সরকার, সুপ্রিম কোর্টে দাবি একনাথের

মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী 16 জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, 48 ঘণ্টার মধ্যে সেই জবাব চেয়েছেন ৷ আজ বিকেল 5টায় সেই সময়সীমা শেষ হচ্ছে ৷ নরহরির ওই নোটিশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন একনাথ শিন্ডে ৷

একনাথ শিন্ডে ছিলেন শিবসেনার পরিষদীয় দলনেতা ৷ কিন্তু বিদ্রোহের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অজয় চৌধুরিকে ৷ তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আবেদন করেন শিন্ডে ৷ একই সঙ্গে বিদ্রোহীদের তরফে মহারাষ্ট্রে সুরক্ষা চাওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে ৷

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জেবি পর্দিওয়ালার বেঞ্চে ওই মামলার শুনানি হয় ৷ সেই মামলাতেই অজয় চৌধুরি ও সুনীল প্রভুকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ৷ এছাড়া নোটিশ দেওয়া হয়েছে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার, সচিব, কেন্দ্রীয় সরকার-সহ অনেককে ৷ আগামী 11 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে ৷

এদিন শুনানিতে মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রশ্ন, তাঁরা কেন বম্বে হাইকোর্টে আবেদন করেননি ? উত্তরে আবেদনকারীদের তরফে আইনজীবী নীরজ কিষান কৌল জানান, ওই বিধায়কের প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে ৷ মুম্বইয়ের পরিস্থিতিও আইনি পদক্ষেপ করার মতো নয় ৷

অন্যদিকে আবেদনকারীদের তরফে আদালতে, ডেপুটি স্পিকারের পদক্ষেপের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয় ৷ দাবি করা হয় যে ডেপুটি স্পিকারকে অপসারণের আবেদন যখন জমা পড়ে রয়েছে, সেই সময় তিনি কীভাবে এমন পদক্ষেপ করতে পারেন ? সেই কারণে ডেপুটি স্পিকার যাতে দলত্যাগ বিরোধী আইনে কোনও ব্যবস্থা না নিতে পারেন, সেই নিয়েও শীর্ষ আদালতের কাছে আবেদন করা হয় বিদ্রোহী বিধায়কদের তরফে ৷

এদিকে গদি বাঁচাতে মরিয়া লড়াই চালাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharshtra CM Uddhav Thackeray) ৷ নানা ভাবে বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তিনি ৷ কার্যত সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন বিদ্রোহীদের (Uddhav Thackeray Removes Rebel MLAs from Maharashtra Ministry) ৷

সোমবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার রদবদলের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তি রদবদলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে সাধারণ মানুষের জন্য কাজ থেমে যেতে পারে না ৷

আরও পড়ুন :Maha Ministry Reshuffle : বিদ্রোহীদের মন্ত্রিত্ব থেকে সরালেন উদ্ধব

Last Updated : Jun 27, 2022, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details