নয়াদিল্লি, 27 জুন :শিবসেনার (Shiv Sena) দুই নেতা অজয় চৌধুরি ও সুনীল প্রভুকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডের (Shiv Sena Rebel MLA Eknath Shinde) দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নোটিশ দিয়েছে শীর্ষ আদালত ৷ আগামী পাঁচদিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে ৷
আরও পড়ুন :Maharashtra Crisis: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধবের সরকার, সুপ্রিম কোর্টে দাবি একনাথের
মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী 16 জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, 48 ঘণ্টার মধ্যে সেই জবাব চেয়েছেন ৷ আজ বিকেল 5টায় সেই সময়সীমা শেষ হচ্ছে ৷ নরহরির ওই নোটিশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন একনাথ শিন্ডে ৷
একনাথ শিন্ডে ছিলেন শিবসেনার পরিষদীয় দলনেতা ৷ কিন্তু বিদ্রোহের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অজয় চৌধুরিকে ৷ তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আবেদন করেন শিন্ডে ৷ একই সঙ্গে বিদ্রোহীদের তরফে মহারাষ্ট্রে সুরক্ষা চাওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে ৷
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জেবি পর্দিওয়ালার বেঞ্চে ওই মামলার শুনানি হয় ৷ সেই মামলাতেই অজয় চৌধুরি ও সুনীল প্রভুকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ৷ এছাড়া নোটিশ দেওয়া হয়েছে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার, সচিব, কেন্দ্রীয় সরকার-সহ অনেককে ৷ আগামী 11 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে ৷