পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে, নোটিশ সুপ্রিম কোর্টের - সুপ্রিম কোর্ট

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) জেরে অনেক ভারতীয় মেডিক্যাল পড়ুয়া দেশে ফিরে এসেছেন (Returnee Medical Students from Ukraine) ৷ এখন তাঁরা ভারতের মেডিক্যাল কলেজগুলিতে সুযোগের অপেক্ষায় রয়েছেন ৷ সরকারের হস্তক্ষেপের দাবিতে তাঁরা সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন ৷ শীর্ষ আদালত শুক্রবার এই নিয়ে নোটিশ দিয়েছে ৷ পরবর্তী শুনানি আগামী 15 সেপ্টেম্বর ৷

supreme-court-issues-notice-on-plea-filed-by-evacuated-ukraine-students
Supreme Court ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে, নোটিশ সুপ্রিম কোর্টের

By

Published : Aug 26, 2022, 8:54 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট : ইউক্রেন (Ukraine) থেকে ফিরে আসা মেডিক্যাল পড়ুয়াদের দায়ের করা একটি মামলায় নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আগামী 15 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ৷

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে (Russia Invades Ukraine) ৷ তার পর থেকে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ (Russia Ukraine War) ৷ ফলে ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছেন প্রায় 20 হাজার মেডিক্যাল পড়ুয়া (Returnee Medical Students from Ukraine) ৷ তাঁরা এখন ভারতের পড়া শেষ করতে চান ৷ তাই ভারতের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির দাবিতে ওই পড়ুয়ারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৷

শুক্রবার ওই মামলার শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি হেমন্ত গুপ্তের এজলাসে ৷ শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, ওই পডুয়ারা স্বেচ্ছায় ইউক্রেনে পড়তে গিয়েছিলেন ৷ যদি পরিস্থিতি বদলে যায়, তাহলে আর কী করা যেতে পারে ৷

মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, ওই পড়ুয়ারা সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারছেন না ৷ আবার বেসরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনার জন্য যে খরচ, তাও তাঁদের পরিবারের নেই এর ফলে তাঁরা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন ৷ কারণ, তাঁদের ভবিষ্যৎ এখন অন্ধকারে ডুবে রয়েছে ৷ এর পর কী হবে, তাঁদের কাছে এই প্রশ্নের কোনও উত্তর নেই ৷

আদালত জানিয়েছে, ইউক্রেনে মানুষ রয়েছেন ৷ তাঁরা তো চলে যাননি ৷ প্রায় 20 হাজার পড়ুয়া ফিরে এসেছে ৷ এখন দেখতে হবে যে ওই পড়ুয়াদের ভারতে পড়ানোর সুযোগ দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে কি না ! তখন মামলাকারীদের আইনজীবী জানান, শুধু ফাইনাল ইয়ারের পড়ুয়াদের ভর্তির নেওয়ার কথা বলা হচ্ছে ৷ প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আবেদন করা হয়নি ৷ সরকারের এই নিয়ে পদক্ষেপ করা উচিত ৷

আরও পড়ুন :কথা রাখলেন মমতা, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য

ABOUT THE AUTHOR

...view details