নয়াদিল্লি, 8 মার্চ : ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (voter-verifiable paper audit trail) বা ভিভিপ্যাট ৷ এই নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে সম্মতি হল সুপ্রিম কোর্ট ৷ আগামিকাল এই নিয়ে শুনানি হবে (Supreme Court hears plea regarding VVPAT slips being checked for authenticity) ৷
এখন ইভিএমে ভোট গণনা শেষ হওয়ার পর ভিভিপ্যাট মিলিয়ে দেখা হয় ৷ কিন্তু ওই মামলায় আবেদন করা হয়েছে যে, আগে ভিভিপ্যাট (VVPAT) গোনা হোক, তার পর ইভিএম ৷ এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) আজ বলেছে, ‘‘নির্বাচন কমিশনকে (Election Commission of India) জানানো হোক, দেখা যাক কিছু করা যায় কি না ৷’’