নয়াদিল্লি, 2 অগস্ট: শুরু হল 370 ধারা বিলোপ সংক্রান্ত মামলার শুনানি ৷ আজ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই মামলা শুনছে ৷ বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কৌশল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত ৷ সংবিধানের 370 ধারা অবলুপ্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে বহু মামলা দায়ের হয়েছে ৷ এবার শুরু হল শুনানি । সোমবার ও শুক্রবার ছাড়া বাকি দিনগুলিতে নিয়মিত এই মামলার শুনানি হবে ৷
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিশেষ ধারা বিলোপ নিয়ে একটি হলফনামা জমা দেয় শীর্ষ আদালতে ৷ 11 জুলাই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় মামলাটি শুধুমাত্র সংবিধানের 370 ধারা সংক্রান্ত ৷ নতুন নাম হয় 'ইন রেফারেন্স: আর্টিকল 370 অফ দ্য কনস্টিটিউশন' ৷
আরও পড়ুন: আর্টিকল 370 প্রত্যাহারের সময় উপত্যকায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল ধোনির: কেজেএস ধিলোঁ
আজ মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিবাল জানান, তিনি মামলা নিয়ে কারও প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না ৷ তবে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কোনও ভাবে দোষারোপ করতে চান না ৷ মঙ্গলবার শুনানির প্রথমে আবেদনকারীদের আইনজীবী কপিল সিবাল আদালত কক্ষে একটি চিঠি পাঠ করে শোনান ৷ 1947 সালে পাকিস্তান জম্মু-কাশ্মীরে সামরিক অভিযান চালায় ৷ সেই সময় ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে এই চিঠিটি লিখেছিলেন জম্মু-কাশ্মীরের মহারাজা হরি সিং ৷