পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Article 370 SC Hearing: 370 ধারা বিলোপ, সুপ্রিম কোর্টে শুরু শুনানি - Jammu and Kashmir Article 370

আজ থেকে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে 370 ধারা নিয়ে মামলার শুনানি শুরু হল ৷ মামলাকারী পক্ষের প্রধান আইনজীবী কপিল সিবাল এ নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি ৷ তিনি আজ আদালতকক্ষে কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের চিঠি পড়ে শোনালেন ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টের শুনানি

By

Published : Aug 2, 2023, 2:20 PM IST

নয়াদিল্লি, 2 অগস্ট: শুরু হল 370 ধারা বিলোপ সংক্রান্ত মামলার শুনানি ৷ আজ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই মামলা শুনছে ৷ বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কৌশল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত ৷ সংবিধানের 370 ধারা অবলুপ্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে বহু মামলা দায়ের হয়েছে ৷ এবার শুরু হল শুনানি । সোমবার ও শুক্রবার ছাড়া বাকি দিনগুলিতে নিয়মিত এই মামলার শুনানি হবে ৷

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিশেষ ধারা বিলোপ নিয়ে একটি হলফনামা জমা দেয় শীর্ষ আদালতে ৷ 11 জুলাই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় মামলাটি শুধুমাত্র সংবিধানের 370 ধারা সংক্রান্ত ৷ নতুন নাম হয় 'ইন রেফারেন্স: আর্টিকল 370 অফ দ্য কনস্টিটিউশন' ৷

আরও পড়ুন: আর্টিকল 370 প্রত্যাহারের সময় উপত্যকায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল ধোনির: কেজেএস ধিলোঁ

আজ মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিবাল জানান, তিনি মামলা নিয়ে কারও প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না ৷ তবে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কোনও ভাবে দোষারোপ করতে চান না ৷ মঙ্গলবার শুনানির প্রথমে আবেদনকারীদের আইনজীবী কপিল সিবাল আদালত কক্ষে একটি চিঠি পাঠ করে শোনান ৷ 1947 সালে পাকিস্তান জম্মু-কাশ্মীরে সামরিক অভিযান চালায় ৷ সেই সময় ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে এই চিঠিটি লিখেছিলেন জম্মু-কাশ্মীরের মহারাজা হরি সিং ৷

এবার প্রবীণ আইনজীবী জানান, 15 অগস্ট দেশ স্বাধীন হয়েছিল ৷ তখনও জম্মু-কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়নি ৷ প্রায় সব রাজারা তাঁদের রাজ্যগুলি ভারত সরকারের হাতে তুলে দিলেও মহারাজ হরি সিং তা চাননি ৷ তিনি আরও জানান, কাশ্মীর ভারতের হয় সে বছর অক্টোবরে ৷

আইনজীবী কপিল সিবাল জানিয়েছেন, তিনি আজ ও কাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তাঁর বক্তব্য আদালতে পেশ করবেন ৷ এদিকে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, সওয়াল-জবাবের সময় কোনও তথ্য যেন আরেকটির ঘাড়ে চেপে না-যায় ৷ তাই মামলাকারী পক্ষের প্রধান আইনজীবী 370 ধারার সব দিক দিয়ে বলতে পারবেন ৷ বাকি আইনজীবীরা কিছু নির্দিষ্ট বিষয়গুলি নিয়ে বলার সুযোগ পাবেন ৷

আরও পড়ুন: 370 ধারা প্রত্যাহার-মামলার শুনানি শীর্ষ আদালতে, সরলেন ফয়জল-রশিদ

উল্লেখ্য, 2019 সালের 5 অগস্ট এনডিএর নেতৃত্বে গঠিত বিজেপি সরকার 370 ধারা বিলোপ করে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় এই বিল পেশ করেন। এর ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদার তকমা হারায় ৷ এরপর জম্মু-কাশ্মীর ও লাদাখ দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details