পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Zubair Interim Bail: সাময়িক স্বস্তি! সুপ্রিম কোর্টে মাত্র 5 দিনের অন্তর্বর্তী জামিন মহম্মদ জুবেরের

2018 সালে করা একটি টুইট ঘিরে হঠাৎ বিতর্ক তৈরি হয় ৷ তাতেই 27 জুন গ্রেফতার হন অল্ট নিউজ ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের ৷ উত্তরপ্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিল ৷ তাতে জামিন পেলেন জুবের (Zubair Interim Bail in UP FIR) ৷

Factchecker Zubair gets interim Bail
মহম্মদ জুবের

By

Published : Jul 8, 2022, 1:11 PM IST

Updated : Jul 8, 2022, 2:19 PM IST

নয়াদিল্লি, 8 জুলাই: অন্তর্বর্তী জামিন পেলেন ফ্যাক্টচেকার মহম্মদ জুবের ৷ তবে মাত্র পাঁচদিনের জন্য ৷ সাময়িক স্বস্তি মিললেও এখনই মুক্তি পাচ্ছেন না অল্ট-নিউজের সহ-প্রতিষ্ঠাতা ৷ 1 জুন জুবেরের একটি টুইট নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনেন হিন্দু শের সেনার জেলা সভাপতি ভগওয়ান শরন ৷ তারই ভিত্তিতে 4 জুলাই উত্তরপ্রদেশের সীতাপুর পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ এর বিরুদ্ধে তিনি এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানান ৷ কিন্তু আদালত তাঁর এফআইআর খারিজের আবেদন বাতিল করে দেয় ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই জুবের দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁর আইনজীবী এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর অবসরকালীন বেঞ্চ অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার এই জামিন মঞ্জুর করে (Supreme Court grants interim bail to Zubair in UP FIR) ৷ তবে দুই বিচারপতি শর্ত দিয়েছেন, জুবের এই সময়ের মধ্যে টুইটারে মামলা সংক্রান্ত কোনও কিছু পোস্ট করতে পারবেন না ৷ সীতাপুর ম্যাজিস্ট্রেট কোর্টের অধীনে থাকা এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না ফ্যাক্টচেকার ৷

আরও পড়ুন: জামিন নয় জুবেরের ! আদালতের নির্দেশের আগেই তথ্য ফাঁস দিল্লি পুলিশের

তিন জিন হিন্দু ধর্মগুরু মহন্ত বজরং মুনি, যতি নরসিংহানন্দ গিরি সরস্বতী এবং স্বামী আনন্দ স্বরূপকে নিশানা (Mahant Bajrang Muni, Yati Narsinghanand Saraswati and Swami Anand Swaroop) করে জুবের একটি টুইট করেছিলেন 2018 সালে ৷ সেখানে এই তিনজনকে 'ঘৃণা ছড়ানো'র জন্য দায়ী করে উল্লেখ করেন তিনি ৷ তাতেই হিন্দু শের সেনার জেলা সভাপতি অভিযোগ দায়ের করেন ৷ উত্তরপ্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 295-A (ধর্মীয় ভাবাবেগকে আঘাত এবং বিকৃত করা) এবং তথ্যপ্রযুক্তি আইনের 67 ধারায় এফআইআর দায়ের করে ৷

এরই মধ্যে 27 জুন দিল্লি পুলিশ তাঁকে 2018-য় করা একটি পুরনো টুইটের জন্য গ্রেফতার করে ৷ শনিবার দিল্লির একটি আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে 14 দিনের অর্থাৎ 16 জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় ৷ সরকারি কৌঁসুলী অতুল শ্রীবাস্তব (SPP Atul Srivastava) আদালতে তাঁর বিরুদ্ধে তিনটি নতুন ধারায় অভিযোগ জমা দেন ৷ প্রমাণ নষ্ট করা, ভারতীয় দণ্ডবিধির আওতায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিদেশি অর্থ সাহায্য গ্রহণ সম্পর্কিত এফসিআর আইন (Foreign Contribution (Regulations) Act) লঙ্ঘনের যোগ করা হয় এফআইআর-এ ৷ তিনি পাকিস্তান, সিরিয়া, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে অনুদান নিয়েছেন এবং সে বিষয়ে তদন্ত করা উচিত বলে জানায় পুলিশ ৷

প্রসঙ্গত উল্লেখযোগ্য, হরিদ্বার ধর্ম সংসদে মুসলিম এবং মহিলাদের উদ্দেশ্য করে বিদ্বেষমূলক মন্তব্যের (Haridwar Dharma Sansad Hate Speech Case) জন্য দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরিকে এ বছরের জানুয়ারি মাসে গ্রেফতার করে উত্তরাখণ্ড পুলিশ ৷ তিনি এখন জামিনে মুক্ত ৷

আরও পড়ুন: হরিদ্বারে বিদ্বেষমূলক মন্তব্য মামলায় গ্রেফতার যতি নরসিংহানন্দ গিরি

Last Updated : Jul 8, 2022, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details