পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 2, 2022, 4:36 PM IST

ETV Bharat / bharat

Teesta Setalvad: অবশেষে 'মুক্তি' ! শীর্ষ আদালতে জামিন পেলেন তিস্তা সেতলওয়াড়

দু'মাসেরও বেশি সময় কারাবাসে থাকার পর অবশেষে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা সেলওয়াড় (Teesta Setalvad) ৷ শুক্রবার তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

Supreme Court grants bail to activist Teesta Setalvad
Teesta Setalvad: অবশেষে 'মুক্তি' ! শীর্ষ আদালতে জামিন পেলেন তিস্তা সেতলওয়াড়

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: অবশেষে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা সেলওয়াড় (Teesta Setalvad) ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৷ তিস্তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি ইউইউ ললিতের (Chief Justice of India UU Lalit) নেতৃত্বাধীন বেঞ্চ ৷ উল্লেখ্য, 2002 সালের গুজরাত দাঙ্গায় (Gujarat Riot 2002) একাধিক 'নিরাপরাধ ব্যক্তি'কে ফাঁসানোর অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে ৷ সেইসঙ্গে, এই ঘটনায় তিস্তা প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে ৷ যার জেরে গত 26 জুন থেকে হাজতবাস করতে হয়েছে তিস্তা সেতলওয়াড়কে ৷

এদিন প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, "আবেদনকারী দু'মাসেরও বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে গুজরাত হাইকোর্টে মামলা চলছে ৷ এই প্রেক্ষাপটে তিনি অবশ্যই অন্তর্বর্তী জামিন পেতে পারেন ৷" তবে, জামিন পেলেও তিস্তাকে আদালতের একগুচ্ছ নির্দেশ মেনে চলতে হবে ৷ আদালত জানিয়েছে, গুজরাতে তিস্তার বিরুদ্ধে যে মামলা চলছে, তার প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট আদালতে তাঁকে পেশ করতে হবে ৷ শীর্ষ আদালতের তরফে গুজরাত পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিস্তাকে তাঁর পাসপোর্ট জমা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে তদন্ত প্রক্রিয়ায় তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন:তিস্তা সেতলওয়াড়ের জামিনের আবেদনের শুনানি মুলতুবি শুক্রবার পর্যন্ত

এদিনের নির্দেশিকায় প্রধান বিচারপতি বলেন, "সম্প্রতি তিস্তা সেতলওয়াড় 7 দিনের জন্য পুলিশ হেফাজতে ছিলেন ৷ সেই সময় তদন্তকারীরা রোজ তাঁকে জেরা করেছেন ৷ এই ঘটনা আদালতের রেকর্ডে থাকল ৷ ওই 7 দিনের পুলিশ হেফাজতের পরই আবেদনকারীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় ৷"

প্রসঙ্গত, তিস্তার পাশাপাশি আর বি শ্রীকুমারকেও গ্রেফতার করা হয়েছে ৷ এর আগে তাঁরা দু'জনই আহমেদাবাদের নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন ৷ কিন্তু, গত 30 জুলাই সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এরপর গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন দুই অভিযুক্ত ৷ সেখানেও তাঁদের জামিনের আবেদন ঝুলে রয়েছে ৷ অবশেষে শীর্ষ আদালতে এসে অন্তর্বর্তী জামিন পেলেন তিস্তা ৷

ABOUT THE AUTHOR

...view details