নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর:1983 সালের একটি ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত 75 বছরের আসামির জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত বলেছে, এই মামলার বিচার শেষ হতে 40 বছর লেগে গেল ৷
তাঁর দোষী সাব্যস্ত হওয়ার আদেশকে চ্যালেঞ্জ করে ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন ৷ এই মামলার 'বিচিত্র বৈশিষ্ট্য'-এর কথা উল্লেখ করে শীর্ষ আদালত হাইকোর্টকে আসামির আবেদন মামলা নিষ্পত্তি করার জন্য একে 'আউট অফ টার্ন অগ্রাধিকার' দিতে বলেছে ৷ বিচারপতি অভয় এস ওকা এবং পঙ্কজ মিথালের বেঞ্চ বলেছে, সাধারণত সাংবিধানিক আদালত বা অন্য কোনও আদালতে কোনও একটি মামলা নিষ্পত্তি করার সময়সূচি নির্ধারণের নির্দেশ দেওয়া উচিত নয় সুপ্রিম কোর্টের ৷ তবে 25 সেপ্টেম্বর পাশ হওয়া একটি নির্দেশে বেঞ্চ বলেছে, "এই মামলাটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, যে বিচারটি শেষ হতে 40 বছর সময় লেগেছে । তাই আইন অনুযায়ী এই আপিল নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা হাইকোর্টকে অনুরোধ করছি ৷"
কলকাতা হাইকোর্টের 17 মে-র নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই ব্যক্তির আবেদনের শুনানিতে তাঁর জামিনের আর্জি খারিজ করেছিল আদালত ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টে ৷