নয়াদিল্লি, 11 মে:সুপ্রিম কোর্টে স্বস্তি পেল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ রাজধানীতে পরিষেবার নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র ও রাজ্য দড়ি টানাটানিতে বৃহস্পতিবার আপ সরকারের পক্ষেই গেল শীর্ষ আদালতের রায় ৷ এই রায়ের জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, গণতন্ত্রের জয় হল ৷
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে, প্রশাসনিক পরিষেবাগুলির উপর নিয়ন্ত্রণ থাকবে দিল্লি সরকারের হাতে । সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও বলেছে যে, শুধুমাত্র পাবলিক অর্ডার, পুলিশ এবং জমির অধীনে পরিষেবাগুলি দিল্লি সরকারের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে । লেফটেন্যান্ট গভর্নর জমি, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ছাড়া পরিষেবাগুলিতে এনসিটিডি-এর সিদ্ধান্তে আবদ্ধ থাকবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার বলেন যে, "দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি একটি পূর্ণাঙ্গ রাজ্য নয় ৷ এটি প্রথম তফসিলের অধীনে রাজ্য নয় তবুও এটি আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত ৷ কেন্দ্রের ক্ষমতা রয়েছে এবং রাজ্যেরও ক্ষমতা রয়েছে ৷ তবে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রের বিদ্যমান আইনের উপর ভিত্তি করে হবে । এটা নিশ্চিত করতে হবে যে, রাজ্যের শাসনব্যবস্থা যেন কেন্দ্রের দখলে না যায় ৷"
এই রায়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে ধন্যবাদ জানিয়েছেন শীর্ষ আদালতকে ৷ তিনি লেখেন, "দিল্লির জনগণের প্রতি ন্যায়বিচার করার জন্য মাননীয় সুপ্রিম কোর্টকে আন্তরিক ধন্যবাদ । এই সিদ্ধান্তের ফলে দিল্লির উন্নয়নের গতি বহুগুণ বেড়ে যাবে । গণতন্ত্র জিতেছে ।"