পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bombay High Court: বম্বে হাইকোর্টের নাম পরিবর্তনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে - সুপ্রিম কোর্ট

মহরাষ্ট্রের থানের এক প্রাক্তন বিচারক আবেদন করেন সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ তাঁর দাবি, বম্বে হাইকোর্টের (Bombay High Court) নাম বদলে করা হোক মহারাষ্ট্র হাইকোর্ট ৷ সেই আবেদন খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে ৷

Supreme Court dismisses plea to rename Bombay High Court
Bombay High Court: বম্বে হাইকোর্টের নাম পরিবর্তনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

By

Published : Nov 3, 2022, 1:28 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: বম্বে হাইকোর্টের (Bombay High Court) নাম পরিবর্তনের জন্য আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত ৷ ওই আবেদনে বম্বে হাইকোর্টের নাম পরিবর্তন করে মহারাষ্ট্র হাইকোর্ট (Maharashtra High Court) করার কথা বলা হয়েছিল ৷

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিক্রম নাথের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয় ৷ বেঞ্চ জানিয়েছে, এই বিষয়টি ঠিক করার দায়িত্ব আইন প্রণয়নকারীদের ৷ বিষয়টি আদালতে আনার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতিরা ৷

ওই আবেদন করেছেন ভি পি পাটিল নামে থানের এক বিচারক ৷ তিনি 26 বছর বিচারক হিসেবে কাজ করেছেন ৷ তিনি মহারাষ্ট্র অ্যাডাপশন অফ ল (স্টেট অ্যান্ড কনকারেন্ট সাবজেক্টস) অর্ডার 1960 কার্যকর করতে প্রয়োজনী পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদনও করেছেন তিনি ৷

তবে ওই ব্যক্তি শুধু বম্বে হাইকোর্টের নাম পরিবর্তন চাইছেন না ৷ বরং যে যে রাজ্যে সংশ্লিষ্ট রাজ্যের নামে হাইকোর্ট নেই, সেখানে সেখানে পরিবর্তন চাইছেন তিনি ৷ তাঁর দাবি, প্রতিটি রাজ্যের নামেই সেখানকার হাইকোর্টের নাম হওয়া উচিত ৷ বম্বে হাইকোর্টের বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য, মহারাষ্ট্র শব্দটির গুরুত্ব ওই রাজ্যের বাসিন্দাদের জন্য আলাদা ৷ সেই কারণে হাইকোর্টের নামের সঙ্গে মহারাষ্ট্র যুক্ত হলে, সেটার সঠিক ব্যবহার হবে বলে তিনি মনে করেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারতের কিছু রাজ্যে সংশ্লিষ্ট রাজ্যের নামেই হাইকোর্ট রয়েছে ৷ যেমন - অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, ছত্তীশগড় হাইকোর্ট, গুজরাত হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট ইত্যাদি ৷ আবার অনেক রাজ্যে শহরের নামেও হাইকোর্ট রয়েছে ৷ যেমন - ইলাহাবাদ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, পাটনা হাইকোর্ট ইত্যাদি৷ ভারতে সব মিলিয়ে 25টি হাইকোর্ট রয়েছে ৷ তার মধ্যে 19টি হাইকোর্ট রাজ্যের নামে রয়েছে৷ আর বাকি ছ’টি শহরের নামে ৷

আরও পড়ুন:দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

ABOUT THE AUTHOR

...view details