পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Panchayat Elections 2023: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ রাজ্যের আবেদন - পঞ্চায়েত নির্বাচন

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পালটা মামলা দায়ের করেছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ফলে কেন্দ্রীয় বাহিনীতেই পঞ্চায়েত ভোট করতে হবে পশ্চিমবঙ্গে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 20, 2023, 12:44 PM IST

Updated : Jun 20, 2023, 12:50 PM IST

নয়াদিল্লি, 20 জুন: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আবেদন মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালত ৷ কলকাতা হাইকোর্টের রায়ে নাক গলাতে নারাজ বলেই এ দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় গত বৃহস্পতিবার ৷ 48 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই নিয়েই শুনানি হয় দেশের সর্বোচ্চ আদালতে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 8 জুলাই বাংলায় পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটে নিরাপত্তার দায়িত্ব মূলত রাজ্যের পুলিশের হাতেই রাখতে চায় পশ্চিমবঙ্গ সরকার ৷ তবে আরও কয়েকটি রাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে ৷ সেই কারণে রাজ্য সরকারের তরফে বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করা হচ্ছে ৷

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ মনোনয়নের সময়সীমা বৃদ্ধি থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবিতে ওই মামলা দায়ের হয়েছিল ৷ সেই নিয়ে নির্দেশ দেওয়ার সময় রাজ্যের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের তরফে ৷ গত মঙ্গলবার সেই নির্দেশ দেওয়া হয় ৷

এর পর গত বৃহস্পতিবার রায়ের ওই অংশের সংশোধনী চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ তারা জানায়, রাজ্য নির্বাচন কমিশন কোনও এলাকাকেই সেভাবে স্পর্শকাতর বলে ঘোষণা করেনি ৷ কিন্তু মনোনয়ন ঘিরে দক্ষিণ 24 পরগনার ভাঙড়-সহ বাংলার বিভিন্ন এলাকার অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় রাজ্যের সব জায়গায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী ৷

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কমিশন ও রাজ্য

Last Updated : Jun 20, 2023, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details