নয়াদিল্লি, 7 নভেম্বর: ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ আদালত পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের জন্য এই নির্দেশ দিয়েছে ৷ যখন দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ মারাত্মক আকার নিয়েছে, ঠিক সেই সময় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷
এ দিন এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কৃষাণ কৌল ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ৷ সেখানে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো ও তার জেরে যে দূষণ হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুই বিচারপতি ৷ তাঁদের কথায়, বছরের পর বছর দিল্লি এটা সহ্য করবে, এটা হতে পারে না ৷ পাশাপাশি পঞ্জাব সরকারের আইনজীবীকে বেঞ্চ বলে, প্রতিবার এই নিয়ে রাজনীতি চলতে পারে না ৷
একই সঙ্গে শীর্ষ আদালত দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে যে পৌর এলাকায় কঠিন বর্জ্য যাতে খোলা জায়গায় পোড়ানো না হয় ৷ দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ সংক্রান্ত মামলাতেই এই নির্দেশগুলি দিয়েছে আদালত ৷ এই অঞ্চলে গাড়ি থেকে হওয়া দূষণ নিয়েও প্রশ্ন তুলেছে আদালত ৷ আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত জানিয়েছে ৷