নয়াদিল্লি, 26 অগস্ট: নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের বহু জিনিস বিনামূল্যে (Freebies) পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ এ নিয়ে আগেই একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ শুক্রবার এই ধরনের মামলাগুলির তালিকা তৈরি করে সংশ্লিষ্ট তিন বিচারপতির বেঞ্চের (Three Judges Bench) সামনে পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এদিন প্রধান বিচারপতি এন ভি রামানার (Chief Justice N V Ramana) নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷
বেঞ্চের পক্ষ থেকে এদিন বলা হয়, 2013 সালে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ও রায়দান হয়েছিল ৷ সেই মামলাটি ছিল এস সুব্রহ্মণ্যম বালাজি (S Subramaniam Balaji) এবং তৎকালীন তামিলনাড়ু সরকারের (Government of Tamil Nadu) মধ্যে ৷ সেই মামলায় রায়দান করে শীর্ষ আদালতেরই একটি ডিভিশন বেঞ্চ ৷ 2013 সালের সেই ঘটনা নিয়ে ইতিমধ্য়েই বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আলোচনা হয়েছে ৷ প্রয়োজনে 2013 সালের রায়টি পুনর্বিবেচনা করে দেখা দরকার বলে মনে করা হচ্ছে ৷