পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মামলার তালিকা তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের - এন ভি রামানা

নির্বাচনী প্রচারে বিনামূল্যে (Freebies) কোনও কিছু পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি আদতে রাজনৈতিক দুর্নীতিরই নামান্তর ৷ এই মর্মে একাধিক মামলা রুজু হয়েছে আগেই ৷ শুক্রবার সেই মামলাগুলিই তালিকাবদ্ধ করে সংশ্লিষ্ট তিন বিচারপতির বেঞ্চের (Three Judges Bench) এজলাসে পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

Supreme Court directs listing of pleas on political parties promising freebies before three judges bench
Supreme Court নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মামলার তালিকা তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

By

Published : Aug 26, 2022, 12:38 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের বহু জিনিস বিনামূল্যে (Freebies) পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ এ নিয়ে আগেই একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ শুক্রবার এই ধরনের মামলাগুলির তালিকা তৈরি করে সংশ্লিষ্ট তিন বিচারপতির বেঞ্চের (Three Judges Bench) সামনে পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এদিন প্রধান বিচারপতি এন ভি রামানার (Chief Justice N V Ramana) নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷

বেঞ্চের পক্ষ থেকে এদিন বলা হয়, 2013 সালে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ও রায়দান হয়েছিল ৷ সেই মামলাটি ছিল এস সুব্রহ্মণ্যম বালাজি (S Subramaniam Balaji) এবং তৎকালীন তামিলনাড়ু সরকারের (Government of Tamil Nadu) মধ্যে ৷ সেই মামলায় রায়দান করে শীর্ষ আদালতেরই একটি ডিভিশন বেঞ্চ ৷ 2013 সালের সেই ঘটনা নিয়ে ইতিমধ্য়েই বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আলোচনা হয়েছে ৷ প্রয়োজনে 2013 সালের রায়টি পুনর্বিবেচনা করে দেখা দরকার বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:পেগাসাস তদন্তে সহযোগিতা করেনি কেন্দ্র, চাঞ্চল্যকর দাবি আদালত নিযুক্ত কমিটির

এদিনের শুনানির পর প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়, "এই বিষয়টি অত্যন্ত জটিল ৷ তাছাড়া, 2013 সালের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, তা প্রত্যাহারের দাবি জানিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ সেই কারণেই তিন বিচারপতির বেঞ্চে সংশ্লিষ্ট মামলাগুলির তালিকা তৈরি করে তা পেশ করার নির্দেশ দেওয়া হচ্ছে ৷ ভারতের প্রধান বিচারপতির নির্দেশ মেনেই এই পদক্ষেপ করতে বলা হচ্ছে ৷"

শীর্ষ আদালত জানিয়েছে, চার সপ্তাহ পর এই আবেদনগুলি তালিকাভুক্ত করা হবে ৷ 2013 সালের রায়ে বলা হয়েছিল, জনপ্রিতিনিধিত্ব আইনের (Representation of People Act) 123 নম্বর ধারাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে ৷ তা থেকে আদালত একটি সিদ্ধান্তে পৌঁছেছে ৷ তা হল, নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি করা হয়, সেগুলিকে দুর্নীতিমূলক আচরণ আখ্য়া দেওয়ার জন্য 123 নম্বর ধারা অনুসারে ব্যাখ্য়া করা যাবে না ৷

ABOUT THE AUTHOR

...view details