নয়াদিল্লি, 15 ডিসেম্বর: শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের 14 ডিসেম্বরের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট ৷ যার জেরে মুসলিম পক্ষের আবেদনও খারিজ হয়ে যায় ৷ আদালতের তত্ত্বাবধানে উত্তর প্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহি ইদগাহে প্রাথমিক সমীক্ষার অনুমতি দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেই আদেশই কার্যত এদিন বলবৎ রাখে দেশের শীর্ষ আদালতও ৷
শ্রীকৃষ্ণ জন্মভূমি-শাহি ইদগাহ মসজিদ বিবাদের শুনানি হয় এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ৷ আর বেঞ্চ এদিন পর্যবেক্ষণে জানায়, হাইকোর্টের আদেশকে এর আগে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করা হয়নি। আইনজীবী হুজেফা আহমেদি মসজিদ কমিটির পক্ষ থেকে এদিন সওয়ালে বেঞ্চকে জানান, হাইকোর্ট কিছু ইন্টারলোকিউটরি নির্দেশ দিয়েছে ৷ যা ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। তিনি বৃহস্পতিবারই জানিয়েছিলেন, হাইকোর্ট শাহি ইদগাহ প্রাঙ্গনে জরিপ করার অনুমতি দিয়েছে। যদিও বিচারপতি খান্না এদিন হাইকোর্টের আদেশ যেহেতু চ্যালেঞ্জ করা হয়নি, তাতে হস্তক্ষেপ করতে প্রকাশ্যেই নিজের অস্বস্তি জাহির করে বলেন, "আমার সামনে বিষয়টি না থাকলে আমি কীভাবে আদেশ স্থগিত করতে পারি ?"
বেঞ্চ আরও বলেছে, মসজিদ কমিটির কোনও অভিযোগ থাকলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারে তারা। বিশেষ লিভ পিটিশনটি আগামী 9 জানুয়ারির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, বেঞ্চ আরও জানিয়েছে, যদি আবেদনকারীর কোনও অভিযোগ থাকে, তবে আইন অনুসারে চ্যালেঞ্জ দায়ের করতে হবে আবেদনকারীকে ৷ বেঞ্চ যোগ করেছে, সমস্ত সমস্যা এবং বিতর্ক তখনই সম্ভব বিবেচনা করার জন্য ৷ শীর্ষ আদালত 2023 সালের মে মাসের আদেশকে চ্যালেঞ্জ করে একটি বিশেষ লিভ পিটিশনের আবেদনের শুনানি করে ৷ হাইকোর্টের জমি সংক্রান্ত বিরোধের মামলার একটি বিষয় নিজেদের হাতেও নিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার হাইকোর্ট মসজিদ জরিপের অনুমতি দিয়ে, পদ্ধতি চূড়ান্ত করার জন্য 18 ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে।
ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান পক্ষ এবং আরও সাতজন মামলাটি দায়ের করে, দাবি করেছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মসজিদের নীচে রয়েছে ৷ এমন অনেক নিদর্শন রয়েছে যা প্রমাণ করে যে মসজিদটি একসময় আদতে হিন্দু মন্দির ছিল। হিন্দুদের পক্ষ থেকে দাখিল করা হয়েছে যে, এখানে একটি পদ্ম-আকৃতির স্তম্ভ রয়েছে যা হিন্দু মন্দিরগুলির বৈশিষ্ট্য এবং 'শেষনাগ'-এর একটি মূর্তি, যা হিন্দু দেবতা শ্রীকৃষ্ণকে তাঁর জন্মের রাতে রক্ষা করেছিল তাও সেখানে রয়েছে। (এএনআই)
আরও পড়ুন
- কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্ক: মথুরার শাহি ইদগাহের সার্ভের অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট
- সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলায় মূল অভিযুক্ত ললিতকে 7 দিনের পুলিশ হেফাজত, নির্দেশ দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের
- বিরাটের রেস্তোরাঁর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ! পিপিএলের গান বাজানোয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা