নয়াদিল্লি, 21 অগস্ট: গর্ভপাতের জন্য আদালতের অনুমতি চেয়ে এক ধর্ষিতার আবেদনের শুনানির সময় গুজরাত হাইকোর্টের একটি রায়ের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের নির্দেশের বিরুদ্ধাচরণ করে গুজরাত হাইকোর্ট আদেশ দেওয়ার জন্য, তা সাংবিধানিক দর্শনের বিরুদ্ধে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷
বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি উজ্জল ভুঁইয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে যে, শীর্ষ আদালত তার আদেশের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশকে সমর্থন করে না ৷ বেঞ্চ বলেছে, গুজরাতের হাইকোর্টে কী হচ্ছে ? বিচারপতিরা কি উচ্চ আদালতের আদেশের এ ভাবে জবাব দেন ? 19 অগস্ট হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত আদেশ পাশ করার প্রয়োজনীয়তা জানতে চেয়ে এই পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
হাইকোর্ট ধর্ষিতাকে স্বস্তি না দিলেও সর্বোচ্চ আদালত তাঁর গর্ভাবস্থার অবসানে অনুমতি দিয়েছে । শীর্ষ আদালত বলেছে যে, কোনও আদালতের কোনও বিচারপতির তাঁদের আদেশের ন্যায্যতা প্রমাণের প্রয়োজন নেই এবং ধর্ষণের শিকার কন্যার উপর অন্যায্য শর্ত আরোপ করার জন্য, তাকে সন্তান ধারণ করতে বাধ্য করার জন্য, গুজরাত হাইকোর্টের আদেশের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷ তার কথায়, "এটি সংবিধান বিরোধী দর্শন ৷"
গুজরাত সরকারের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল হাইকোর্টের বিচারপতি সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেন এবং তিনি বলেন, কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে ।
শীর্ষ আদালত বলেছে যে, তারা কীভাবে হাইকোর্টের বিরুদ্ধাচরণ উপেক্ষা করতে পারে ৷ শীর্ষ আদালতের কথায়, "কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধাচরণ করতে পারেন না ৷" এমন আদেশ দেওয়ার কী দরকার ছিল, তা জিজ্ঞেস করে সুপ্রিম কোর্ট ।