নয়াদিল্লি, 5 মে : সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে মারাঠা সংরক্ষণ আইনকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ৷ আজ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধিন পাঁচ সদস্যের সাংবিধানিকা বেঞ্চ এই রায় দিয়েছে ৷ 2018 সালে মহারাষ্ট্র বিধানসভায় পাশ হওয়া মারাঠা সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
আজ শীর্ষ আদালত তাঁর পর্যবেক্ষণে জানিয়েছে, সংসদীয় আইন অনুযায়ী, রাজ্য সরকার কোনও জাতিকে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পরা জাতি হিসেবে ঘোষণা করতে পারে না ৷ রাজ্য কেবল পিছিয়ে পড়া জাতিকে চিহ্নিত করে, তা কেন্দ্রকে জানাতে পারে ৷ সেই মতো শুধুমাত্র রাষ্ট্রপতি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ওই জাতিকে এসইবিসি-র তালিকভুক্ত করতে পারেন ৷