পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মারাঠা সংরক্ষণ আইনকে অসাংবিধানিক ঘোষণা সুপ্রিম কোর্টের - অসাংবিধানিক

সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে মারাঠা সংরক্ষণ আইনকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ৷ আজ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধিন পাঁচ সদস্যের সাংবিধানিকা বেঞ্চ এই রায় দিয়েছে ৷

supreme-court-cancels-maratha-quota-in-maharashtra
মারাঠা সংরক্ষণ আইনকে অসাংবিধানিক ঘোষণা করল সুপ্রিম কোর্ট

By

Published : May 5, 2021, 12:34 PM IST

Updated : May 5, 2021, 1:12 PM IST

নয়াদিল্লি, 5 মে : সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে মারাঠা সংরক্ষণ আইনকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ৷ আজ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধিন পাঁচ সদস্যের সাংবিধানিকা বেঞ্চ এই রায় দিয়েছে ৷ 2018 সালে মহারাষ্ট্র বিধানসভায় পাশ হওয়া মারাঠা সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

আজ শীর্ষ আদালত তাঁর পর্যবেক্ষণে জানিয়েছে, সংসদীয় আইন অনুযায়ী, রাজ্য সরকার কোনও জাতিকে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পরা জাতি হিসেবে ঘোষণা করতে পারে না ৷ রাজ্য কেবল পিছিয়ে পড়া জাতিকে চিহ্নিত করে, তা কেন্দ্রকে জানাতে পারে ৷ সেই মতো শুধুমাত্র রাষ্ট্রপতি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ওই জাতিকে এসইবিসি-র তালিকভুক্ত করতে পারেন ৷

আরও পড়ুন : সংসদ ভবন তৈরির কাজ স্থগিতের দাবিতে মামলা শুনবে শীর্ষ আদালত

প্রসঙ্গত, 2018 সালে মহারাষ্ট্রের তৎকালীন বিজেপি সরকার সরকারি চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে 16 শতাংশ আসন মারাঠিদের জন্য সংরক্ষণের জন্য একটি আইন তৈরি করেছিল ৷ সেই আইনকেই আগেই অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট ৷ যেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনটি সাম্যের অধিকারকে খর্ব করছে ৷ তবে, ইতিমধ্যেই নয়া আইন অনুযায়ী মহারাষ্ট্রে বেশকিছু পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্স এবং সরকারি ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে ৷ তবে, আজকের রায়ে সেই নিয়োগে কোনও সমস্যা তৈরি হবে না বলে জানিয়ে দিয়েছে আদালত ৷

Last Updated : May 5, 2021, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details