নয়াদিল্লি, 20 অক্টোবর : সুপ্রিম কোর্টে (Supreme Court) ভর্ৎসিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার ৷ লখিমপুর খেরির ঘটনা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে বুধবার শীর্ষ আদালত কাঠগড়ায় তুলেছে তাদের ৷ সুপ্রিম কোর্ট মনে করে যে যোগী সরকার এই মামলায় ঢিলেমি করছে ৷ তাই এই মনোভাব এখনই শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের নির্দেশ, ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষীদের দ্রুত সাক্ষ্যগ্রহণ করা হোক ৷
আরও পড়ুন :Narendra Modi : দেশের লুটেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির
গত 3 অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri incident) ঘটনা ঘটে ৷ ঘটনায় আটজন নিহত হয়েছেন ৷ তার মধ্যে চারজন কৃষক ছিলেন ৷ এই নিয়ে ব্যাপক হইচই চলছে দেশজুড়ে ৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় 44 জন সাক্ষী আছেন ৷ তার মধ্যে 4 জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে ৷