পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Adani-Hindenburg Issue: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ - আদানি বিতর্ক

হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report on Adani Group) সামনে আসার পর আদানি গোষ্ঠী নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা খতিয়ে দেখতে কমিটি তৈরি করল সুপ্রিম কোর্ট (SC set up Committee on Adani Issue) ৷ শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ এম সাপ্রে নেতৃত্ব ছয় সদস্যের কমিটি এবার পুরো বিষয়টি খতিয়ে দেখবে ৷

Supreme Court
Supreme Court

By

Published : Mar 2, 2023, 12:35 PM IST

নয়াদিল্লি, 2 মার্চ: আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি কিংবা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্তের দাবি তুলেছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বৃহস্পতিবার তাদের সেই দাবি কিছুটা হলেও পূরণ হল শীর্ষ আদালতের নির্দেশের পর ৷ আদানি গোষ্ঠী নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জেরে যে সমস্য়াগুলি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট এদিন একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে (Supreme Court Order on Adani Issue) ৷ ছয় সদস্যের ওই কমিটির নেতৃত্বে থাকছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ এম সাপ্রে ৷ আগামী দু’মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে ৷

একই সঙ্গে স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি (SEBI)-কে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই ইস্যুতে সেবির নিয়মের 19 নম্বর ধারা লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ আর দেখতে হবে যে শেয়ারের দরে কোনও জালিয়াতি হয়েছিল কি না ! হিন্ডেনবার্গের রিপোর্টেও শেয়ারের দরে জালিয়াতি নিয়ে আদানিদের কাঠগড়ায় তোলা হয়েছিল ৷ প্রসঙ্গত, শীর্ষ আদালতে যে মামলা দায়ের করা হয়েছিল, সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে কমিটি গঠনের আবেদন করা হয়েছিল ৷

আদানি বিতর্কের (Adani Controversy) জেরে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল, তা নিয়ে কমিটি তৈরির বিষয়টি নিয়ে পরামর্শ মুখবন্ধ খামে পেশ করার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকার ৷ ওই কমিটির বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে নিয়ম-নীতি খতিয়ে দেখার কথা ৷ শেয়ার বাজারে যাতে প্রভাব না পড়ে, তার জন্য এই প্রস্তাব বলে শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ কিন্তু এই বিষয়ে স্বচ্ছতা রাখতে গত 17 ফেব্রুয়ারি কেন্দ্রের প্রস্তাব খারিজ করার ইঙ্গিত দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ ওই দিন এই মামলার শুনানি শেষে রায় সংরক্ষণ করে রাখে সুপ্রিম কোর্ট ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 24 জানুয়ারি মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসে ৷ তার পর থেকে এই নিয়ে হইচই শুরু হয় ভারতে ৷ আদানিদের তরফে ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করা হয় ৷ এই নিয়ে 413 পাতার পালটা জবাব সামনে আনা হয় ৷ তার পর শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) তাঁর সংস্থার ক্ষতি আটকাতে পারেননি ৷ বরং গত একমাসে শেয়ার বাজারে তাঁর একাধিক সংস্থার শেয়ারের দর হু হু করে নেমেছে ৷

আরও পড়ুন:মুখবন্ধ খামে প্রস্তাব গ্রহণ নয় ! আদানি ইস্যুতে কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ABOUT THE AUTHOR

...view details