নয়াদিল্লি, 2 মার্চ: আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি কিংবা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্তের দাবি তুলেছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বৃহস্পতিবার তাদের সেই দাবি কিছুটা হলেও পূরণ হল শীর্ষ আদালতের নির্দেশের পর ৷ আদানি গোষ্ঠী নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জেরে যে সমস্য়াগুলি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট এদিন একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে (Supreme Court Order on Adani Issue) ৷ ছয় সদস্যের ওই কমিটির নেতৃত্বে থাকছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ এম সাপ্রে ৷ আগামী দু’মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে ৷
একই সঙ্গে স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি (SEBI)-কে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই ইস্যুতে সেবির নিয়মের 19 নম্বর ধারা লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ আর দেখতে হবে যে শেয়ারের দরে কোনও জালিয়াতি হয়েছিল কি না ! হিন্ডেনবার্গের রিপোর্টেও শেয়ারের দরে জালিয়াতি নিয়ে আদানিদের কাঠগড়ায় তোলা হয়েছিল ৷ প্রসঙ্গত, শীর্ষ আদালতে যে মামলা দায়ের করা হয়েছিল, সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে কমিটি গঠনের আবেদন করা হয়েছিল ৷
আদানি বিতর্কের (Adani Controversy) জেরে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল, তা নিয়ে কমিটি তৈরির বিষয়টি নিয়ে পরামর্শ মুখবন্ধ খামে পেশ করার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকার ৷ ওই কমিটির বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে নিয়ম-নীতি খতিয়ে দেখার কথা ৷ শেয়ার বাজারে যাতে প্রভাব না পড়ে, তার জন্য এই প্রস্তাব বলে শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ কিন্তু এই বিষয়ে স্বচ্ছতা রাখতে গত 17 ফেব্রুয়ারি কেন্দ্রের প্রস্তাব খারিজ করার ইঙ্গিত দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ ওই দিন এই মামলার শুনানি শেষে রায় সংরক্ষণ করে রাখে সুপ্রিম কোর্ট ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 24 জানুয়ারি মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসে ৷ তার পর থেকে এই নিয়ে হইচই শুরু হয় ভারতে ৷ আদানিদের তরফে ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করা হয় ৷ এই নিয়ে 413 পাতার পালটা জবাব সামনে আনা হয় ৷ তার পর শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) তাঁর সংস্থার ক্ষতি আটকাতে পারেননি ৷ বরং গত একমাসে শেয়ার বাজারে তাঁর একাধিক সংস্থার শেয়ারের দর হু হু করে নেমেছে ৷
আরও পড়ুন:মুখবন্ধ খামে প্রস্তাব গ্রহণ নয় ! আদানি ইস্যুতে কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে