নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একাধিকবার তাঁকে এই নিয়ে নোটিশ দিয়েছে ইডি ৷ সেই নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত ৷ সোমবার সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এই নিয়ে ওই রাজ্যের হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিয়েছে ৷ তাই আদালতের নির্দেশ মতো হেমন্তর তরফে সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদন প্রত্যাহার করা হয়েছে ৷
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বেলা এম ত্রিবেদীর একটি বেঞ্চ সোরেনের আইনজীবী মুকুল রোহাতগিকে জিজ্ঞাসা করে, "মিস্টার রোহাতগি, কেন আপনি হাইকোর্টে গিয়ে চেষ্টা করছেন না... আপনার (প্রথমে) উচ্চ আদালতে যাওয়া উচিত । ...আমরা আপনাকে প্রত্যাহার (আবেদন) করার অনুমতি দেব ।"
এর পর আবেদন প্রত্যাহার করতে রাজি হন রোহাতগি । বেঞ্চ এই নিয়ে দেওয়া আদেশেও জানিয়েছে যে হেমন্ত সোরেনের পক্ষ থেকে আবেদন প্রত্যাহার করে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সম্মত হওয়ায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা প্রত্যাখান করা হল ৷
হেমন্ত সোরেনের আবেদনে বলা হয়, আগামী 7-8 মাসের মধ্যে সাধারণ নির্বাচন হবে ৷ সেই কারণে কেন্দ্রের শাসক দল দেশের রাজনৈতিক পরিবেশ বিপর্যস্ত করার চেষ্টা চলছে ৷ বিরোধী রাজনৈতিক নেতাদের হুমকি, অপমান এবং ভয় দেখানোর সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে ৷ বিশেষ করে যখন বিরোধীরা ‘ইন্ডিয়া’ জোট গঠনের জন্য একত্রিত হয়েছে ৷