নয়াদিল্লি, 17 নভেম্বর : শেষমেশ লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার তদন্তের নজরদারিতে বিচারপতি নিয়োগ করল সুপ্রিম কোর্ট ৷ আজ ভারতের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ জানায়, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের (Punjab and Haryana High Court) প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈন (Rakesh Kumar Jain) এই ঘটনার তদন্তের তদারকি করবেন ৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice N V Ramana), বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) ও বিচারপতি হিমা কোহলির (Justice Hima Kohli) বেঞ্চ নির্দেশ দেয়, "এই মামলার তদন্ত সম্পূর্ণরূপে পক্ষপাতহীন করতে আমরা রাকেশ কুমার জৈনকে (পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি) নিয়োগ করছি ৷" এছাড়া উত্তরপ্রদেশ সরকারকে আদালত 3 জন আইপিএসকে সিটের (SIT) অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে ৷ এঁদের মধ্যে একজন মহিলা আইপিএস পদ্মজা চৌহান (Padmaja Chauhan) ৷ তিনি বর্তমানে উত্তরপ্রদেশের আইজি (Inspector General, IG) ৷ বিচারপতি জৈনের অধীনে এঁরা 3 অক্টোবর লখিমপুরে খেরিতে হওয়া হিংসাত্মক ঘটনার তদন্ত করবেন ৷ এই মামলার চার্জশিট দাখিল করার পর এর বিস্তারিত রায় আপলোড করা হবে, জানিয়েছে সর্বোচ্চ আদালত ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি