নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : আসল শিবসেনা (Shiv Sena) কারা ! কাদের কাছে থাকবে শিবসেনার তির-ধনুক প্রতীক ! এই প্রশ্নগুলির উত্তর ঠিক করে দেবে জাতীয় নির্বাচন কমিশন (ECI) ৷ মঙ্গলবার এই কথাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে অস্বস্তিতে পড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ কারণ, তাঁর আবেদন খারিজ করে দিতে গিয়েই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
গত জুন মাসে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) তৈরি হয় ৷ শিবসেনা বিধায়ক তথা মন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিদ্রোহ শুরু করেন দলেরই একাংশ ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে ৷ তার পর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে ৷
তার পর সংকট তৈরি হয় শিবসেনার অন্দরে ৷ দ্বন্দ্ব চলতে থাকে কারা আসল শিবসেনা, তা নিয়ে৷ শিন্ডে শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ৷ শিবসেনার প্রতীকের অধিকার দাবি করে তারা ৷ পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উদ্ধব ঠাকরে শিবির ৷ নির্বাচনের কমিশনের তরফে যাতে এই বিষয়ে পদক্ষেপ না করা হয়, সেই নিয়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন উদ্ধব ঠাকরে ৷
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ ফলে আসল শিবসেনা কে, তা নির্ধারণে বাধা রইল না নির্বাচন কমিশনের ৷