পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court on TMC plea : আগামিকাল তৃণমূলের আদালত অবমাননা মামলা শুনবে সুপ্রিম কোর্ট

তৃণমূলের করা আদালত অবমাননার আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট ৷ আগামিকাল এই মামলা শুনবে শীর্ষ আদালত ৷ প্রসঙ্গত, আদালত এর আগে ত্রিপুরা পুলিশকে নির্দেশ দিয়েছিল, কোনও রাজনৈতিক দলকে যেন শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রচারে অংশ নিতে বাধা দেওয়া না হয়, তা নিশ্চিত করতে হবে ৷ সেই রায়ের অবমাননা করা হয়েছে ৷ এই অভিযোগ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল ৷

supreme-court-agrees-to-hear-tomorrow-contempt-plea-of-tmc
আগামিকাল তৃণমূলের আদালত অবমাননা মামলা শুনবে সুপ্রিম কোর্ট

By

Published : Nov 22, 2021, 12:03 PM IST

Updated : Nov 22, 2021, 12:45 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর : তৃণমূলের করা আদালত অবমাননা মামলার শুনানি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট (Supreme Court to Hear Contempt Plea of TMC) ৷ আগামিকাল তৃণমূলের করা মামলা শুনবে শীর্ষ আদালত ৷ প্রসঙ্গত, আদালত এর আগে ত্রিপুরা পুলিশকে নির্দেশ দিয়েছিল, কোনও রাজনৈতিক দলকে যেন শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রচারে অংশ নিতে বাধা দেওয়া না হয়, তা নিশ্চিত করতে হবে ৷ কিন্তু, গতকাল আগরতলায় তৃণমূলের কর্মসূচিকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় প্রশাসন অনুমতি না দেওয়া ৷ এই গোটা ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ৷

তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে করা মামলায় বলা হয়েছে, পৌরনিগম নির্বাচনের ঠিক আগে ত্রিপুরায় আইনশৃঙ্খলার পরিস্থিতি দিনের পর দিন অবনতি হচ্ছে ৷ 25 নভেম্বর থেকে ত্রিপুরায় আগরতলা পৌরনিগম এবং আরও 12টি পৌরসভার নির্বাচন রয়েছে ৷ আর নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় সন্ত্রাসের আবহ ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ প্রসঙ্গত, এর আগে ত্রিপুরার পুলিশ প্রশাসনকে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে কোনও রাজনৈতিক দলকে তাদের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারে বাধা দেওয়া না হয় ৷ গণতান্ত্রিক পরিকাঠামোয় সেটা সব রাজনৈতিক দলের অধিকার ৷

আরও পড়ুন : TMC Agitation at Bjp Office: সায়নীর গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় বিজেপি অফিসে বিক্ষোভ তৃণমূলের

কিন্তু, ত্রিপুরা প্রশাসন আদালতের সেই নির্দেশ মানছে না বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব ৷ এর আগে ত্রিপুরা তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, রবিবার আগরতলার ভগবান ঠাকুর চৌমুনিতে তৃণমূলের ত্রিপুরা পরিচালন কমিটির প্রধান সুবল ভৌমিক সহ বেশ কয়েকজন নেতা-কর্মীর উপর হামলা চালানো হয়েছে ৷ যে ঘটনায় অনেক তৃণমূল কর্মী আহত হয়েছেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee in Tripura : ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, আগরতলায় নেমেই বিপ্লবকে নিশানা অভিষেকের

এ নিয়ে গতকালই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তিনি অভিযোগ করেন, ‘‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবার সুপ্রিম কোর্টের নির্দেশকেও গ্রাহ্য করছেন না ৷ তৃণমূলের সমর্থক এবং আমাদের মহিলা প্রার্থীকে সুরক্ষা দেওয়ার বদলে, তাঁদের উপর হামলা চালাতে বারবার গুণ্ডা পাঠাচ্ছেন তিনি ৷ ত্রিপুরায় বিজেপির নেতৃত্বে গণতন্ত্র উপহাসে পরিণত হয়েছে ৷’’ তাঁর সেই টুইটের পরেই তৃণমূল নেতৃত্বের তরফে সুপ্রিম কোর্টে এই আদালত অবমাননার মামলা করা হয়েছে ৷ আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার সেই মামলা শুনবে দেশের শীর্ষ আদালত ৷

Last Updated : Nov 22, 2021, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details