পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Lalu Prasad Yadav's Bail : লালুর জামিনের বিরুদ্ধে মামলার শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট - Jharkhand High Court

পশুখাদ্য কেলেঙ্কারির দু’টি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court) জামিন দিয়েছিল লালুপ্রসাদ যাদবকে ৷ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে সম্মত হল সুপ্রিম কোর্ট (Supreme Court Agrees to hear plea against Lalu Prasad Yadav Bail) ৷ এই নিয়ে আদালত লালুর বক্তব্য জানতে চেয়েছে ৷

supreme court agrees to hear plea against lalu prasad yadav bail
SC on Lalu Prasad Yadav's Bail : লালুর জামিনের বিরুদ্ধে মামলার শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট

By

Published : Apr 4, 2022, 4:52 PM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল : লালুপ্রসাদ যাদবের জামিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট (Supreme Court Agrees to hear plea against Lalu Prasad Yadav Bail) ৷ রাষ্ট্রীয় জনতা দলের (Rashtriya Janata Dal) প্রধান লালুপ্রসাদকে ওই জামিন মঞ্জুর করেছিল ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court) ৷ সেই রায়ের বিরুদ্ধেই দায়ের হয় মামলা ৷ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বি আর গভাইয়ের বেঞ্চ এই মামলার শুনানিতে রাজি হয়েছে ৷

পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav Convicted in Fodder Scam) ৷ তাঁর বিরুদ্ধে এই নিয়ে একাধিক মামলা রয়েছে ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন ৷ তার মধ্যে দু’টি হল ঝাড়খণ্ডের দুমকা ও চাইবাসা ট্রেজারি তছরূপের ঘটনা ৷ 2021-এর এপ্রিলে দুমকার মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট জামিন দেয় লালুপ্রসাদকে ৷ তারও আগে 2020-র অক্টোবরে চাইবাসার মামলায় জামিন পেয়েছিলেন তিনি ৷

এই দু‘টি জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে ৷ সেই মামলায় শীর্ষ আদালত লালুপ্রসাদ যাদবের বক্তব্য জানতে চেয়েছে ৷ অন্যদিকে সম্প্রতি পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় রাঁচির একটি বিশেষ আদালত ৷ তাঁকে 60 লক্ষ টাকা জরিমানাও করা হয় ৷

আরও পড়ুন :Lalu Convicted in Fodder Scam Case : পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা 21 ফেব্রুয়ারি

ABOUT THE AUTHOR

...view details