নয়াদিল্লি 13 এপ্রিল : 1971 সালের পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় যুদ্ধবন্দিদের নিয়ে একটি মামলার শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট (Supreme Court agrees to hear a plea on repatriation of 1971 War Prisoners by Pakistan) ৷ ওই মামলাটি করেছেন ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিকের স্ত্রী ৷ তিনি ওই যুদ্ধে তাঁর স্বামী ও অন্য সেনা আধিকারিক, যাঁরা পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি হয়েছিলেন, তাঁদের প্রত্যার্পণ নিয়ে এই মামলা করেছেন ৷
মামলাকারীর নাম জসবীর কৌর ৷ তাঁর দাবি, তাঁর স্বামী মেজর কনওয়ালজিৎ কৌর একাত্তরের যুদ্ধে পাকিস্তানের হাতে বন্দি হয়েছিলেন ৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও সূর্য কান্তের বেঞ্চ এই মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে (Supreme Court issued notice to the Centre on this Case) ৷ তিন সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে ৷
ওই মহিলা তাঁর আবেদনে জানিয়েছেন যে পাকিস্তানের বিরুদ্ধে বিচারবিভাগীয় সমাধানের জন্য ভারত সরকারের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (International Court of Justice) আবেদন করুক ৷ মামলাকারীর দাবি, জেনেভা কনভেনশন (Geneva Convention) অনুযায়ী যুদ্ধবন্দিদের সঙ্গে যেমন আচরণ করা উচিত, তা লঙ্ঘন করে পাকিস্তান অত্যাচার করেছিল ভারতীয় বন্দিদের উপর ৷