নয়াদিল্লি, 11 নভেম্বর: ভোটার তালিকায় একই নাম দ্বিতীয়বার নথিভুক্ত করা নিয়ে মামলার শুনানিতে সম্মত হল সুপ্রিম কোর্ট ৷ নির্বাচন কমিশনের কাছে এই মামলার আবেদন ভারতের নির্বাচন কমিশনের স্থায়ী কৌঁসুলির কাছেও দিতে বলেছে আদালত ৷
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই মামলার শুনানি হয় ৷ আদালত জানিয়েছে যে এই বিষয়ে সংবিধানের 32 অনুচ্ছেদের অধীনে এই আদালতের এক্তিয়ার প্রয়োগ করা হয়েছে । জনপ্রতিনিধিত্ব আইন 1950 অনুসারে যখন ভোটার তালিকা সংশোধন করা হয়, তখন সেই প্রক্রিয়ায় যথাযথ পদক্ষেপ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷
সিনিয়র আইনজীবী মীনাক্ষী অরোরা আবেদনকারী সংবিধান বাঁচাও ট্রাস্টের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ৷ তিনি দাবি করেন, ভোটার তালিকায় কারও নাম একই সঙ্গে দ্বিতীয় জায়গায় নথিভুক্ত হচ্ছে কি না, এই বিষয়ে যাচাই করার কোনও পদক্ষেপ করা হয় না ৷ উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার এই তথ্য তাঁকে জানিয়েছেন বলে তিনি দাবি করেন ৷
শুক্রবার এই মামলায় নির্দেশ দিতে গিয়ে আদালত বলে, "এই আদালত বিষয়টিতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে, এটি উপযুক্ত হবে যদি আমরা নির্দেশ দিই যে পিটিশনের একটি অনুলিপি ভারতের নির্বাচন কমিশনের স্থায়ী কৌঁসুলি অমিত শর্মাকে দেওয়া হবে ৷" আগামী 28 নভেম্বর পরবর্তী শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করেছে সুপ্রিম কোর্ট ।
শুনানির সময়, আবেদনকারীর আইনজীবী দাবি করেন যে ভোটার তালিকায় একই নাম দু’বার আছে কি না, তা জানতে কোনও দৃঢ় পদক্ষেপ করা হয়নি ৷ এই সমস্যাটি এই বছরের জুলাই এবং অগস্টের মধ্যে সমাধান করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি । বেঞ্চ ওই আইনজীবীকে ভারতের নির্বাচন কমিশনের কাছে যেতে বলে । যাই হোক, আইনজীবী দাবি করেন যে আবেদনকারী নির্বাচন কমিশনের কাছে একাধিক আবেদন করেছিলেন ৷ কিন্তু কোনও লাভ হয়নি । সওয়াল শোনার পর, সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে পিটিশনের একটি অনুলিপি নির্বাচন কমিশনের স্থায়ী কৌঁসুলিকে দেওয়া হবে ।
আরও পড়ুন:
- ভোট নিয়ে সচেতনতা, স্কুলের পাঠ্যক্রমে এবার যোগ হচ্ছে নির্বাচনী কার্যক্রম
- কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে ত্রুটিমুক্ত ভোটার তালিকার পক্ষে সওয়াল সব দলের