হায়দরাবাদ, 17 অক্টোবর: সমকামী সম্পর্ককে মান্যতা দিলেও, সমলিঙ্গের মধ্যে বৈবাহিক সম্পর্ককে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির বিষয়টি আইনসভার উপর ছেড়ে দিলেও, এদিন সমকামীদের সামাজিক অধিকার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ৷ একনজরে দেখে নেওয়া যাক বিচারপতিদের এই বিষয়ে বিচারপতিদের গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ ৷
এলজিবিটিকিউআইএ+ কমিউনিটির মানুষদের অধিকারকে মান্যতা আদালতের
সুপ্রিম কোর্টের তরফে এদিন বলা হয়েছে, সঙ্গী বাছাই করা বা কোনও সম্পর্কে যাওয়া ব্যক্তির অধিকারের মধ্যে পড়ে ৷ কোনও ব্যক্তির যৌনতা উপর ভিত্তি করে সেই অধিকার কেড়ে নেওয়া যায় না ৷ কারণ এই বিষয়টি সংবিধান প্রদত্ত মৌলিক সমানাধিকারের মধ্যে পড়ে, তাই এই বিষয়ে বৈষম্য কাম্য নয় ৷
সমকামী যুগলদের অধিকারের পক্ষে এদিন জোর সওয়াল করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এসকে কৌল ৷ প্রধান বিচারপতি বলেন, "জীবনসঙ্গী বাছাই বিষয়টি ব্যক্তির জীবনের অবিচ্ছেদ্য অংশ ৷ সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে এই বিষয়টি তার সঙ্গে যুক্ত ৷" এদিন প্রধান বিচারপতি এদিন আরও জানান, জীবনসঙ্গী নির্বাচনের অধিকার না দেওয়া মানে কুইয়্যার সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা ৷ এমনকি, সমকামী সম্পর্ককে শহুরে ও অভিজাত ধারণা বলে যে দাবি করা হয়েছিল, প্রধান বিচারপতি এদিন তাও খারিজ করে দিয়েছেন ৷ বিয়ের বিষয়টি শুধুমাত্র সমাজের নির্দিষ্ট কিছু অংশের অধিকার হয়ে থাকতে পারে না বলে বিবাহকে 'বিবর্তনবাদ' বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷
ডিওয়াই চন্দ্রচূড়ের কথারই প্রতিধ্বনী এদিন কার্যত শোনা গিয়েছে বিচারপতি কৌলের গলাতেও ৷ সমকামীদের অধিকারের বিষয়টি সামাজিক মান্যতা নয়, বরং সংবিধানের দেওয়া অধিকার ও মান্যতার উপর নির্ভর করে বলেও এদিন তিনি জানান ৷ ইতিহাসেও সমকামী সম্পর্কের উদাহরণ রয়েছে এবং এর সঙ্গে যৌনতা ছাড়াও মানসিক সম্পর্কও জড়িত বলে বিচারপতি জানান ৷
দত্তক নেওয়ার অধিকার