লখিমপুর, 12 নভেম্বর : উত্তরপ্রদেশ সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট ৷ যোগী রাজ্য ছাড়া অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি লখিমপুরে খেরি কাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত সিট-এর (Special Investigation Team, SIT) কাজকর্ম প্রতিদিন খতিয়ে দেখবেন ৷ একথা উত্তরপ্রদেশ সরকারকে এর আগের দিনের শুনানিতে জানিয়েছিল দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ ৷ এবার সে বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, তা আদালতকে জানানোর তারিখ ধার্য করে দিল সুপ্রিম কোর্ট ৷
শুক্রবার এই মামলার শুনানিতে সরকার পক্ষে আইনজীবী হরিশ সালভে (Harish Salve) প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে গঠিত বেঞ্চকে অনুরোধ করে বলেন, "বিচারপতি কি আমায় সোমবার পর্যন্ত সময় দেবেন ? আমি প্রায় সবই করে ফেলেছি ৷"
বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) ও বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant)-সহ প্রধান বিচারপতি এই বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, "সোমবার জানান ৷"
আরও পড়ুন : Lakhimpur Kheri Case : অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতে লখিমপুর-তদন্ত, জানাল সুপ্রিম কোর্ট
8 নভেম্বর ডিভিশন বেঞ্চ লখিমপুর খেরি কাণ্ডের তদন্তে অসন্তোষ প্রকাশ করে জানায়, এই তদন্ত নিরপেক্ষ, পক্ষপাতহীন, স্বচ্ছ (independence, impartiality and fairness) হওয়া উচিত ৷ তাই 3 সদস্যের বেঞ্চ অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে প্রতিদিন তদন্ত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকারকে ৷ এমনকি যোগী সরকারের গঠিত এক সদস্যের তদন্ত কমিশনের উপর আদালতের কোনও আস্থা না থাকার বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দেন 3 বিচারপতি ৷