পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court: সদ্যোজাত সন্তানকে খুনের অভিযোগ থেকে মহিলাকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট - supreme court

ছত্তিশগড়ের এক মহিলার বিরুদ্ধে তাঁর সদ্য়োজাত সন্তানকে খুনের অভিযোগ উঠেছিল ৷ প্রমাণ না থাকায় তাঁকে বেকসুর রেহাই দিল সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 10:25 PM IST

নয়াদিল্লি, 21 অক্টোবর:নিজের সদ্যোজাত সন্তানকে খুন করায় অভিযুক্ত এক মহিলাকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট ৷ এই বিষয়ে রায় ঘোষণা করতে গিয়ে দেশের শীর্ষ আদালত সম্প্রতি বলেছে, মহিলার বিরুদ্ধে আনা এই অভিযোগের পক্ষে উপযুক্ত কোনও তথ্য প্রমাণ নেই তাই তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে ৷ এই মামলার ক্ষেত্রে মহিলার ব্যক্তি গোপনীয়তার মৌলিক অধিকারও লঙ্ঘিত হয়েছে বলে জানিছে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে ৷

এদিন রায় ঘোষণা করার সময় সুপ্রিম কোর্ট জানায়, উপযুক্ত কোনও প্রমাণ ছাড়াই ওই মহিলার বিরুদ্ধে তাঁর সন্তানকে খুন করার এরকম অভিযোগ আনা হয়েছে, শুধুমাত্র গ্রামেওই মহিলা একা থাকেন বলে ৷ এই ধরণের ঘটনার বিরুদ্ধে আদালত কড়া বার্তা দিতে চায় ৷

ছত্তিশগড়ের বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে তাঁর সন্তানকে খুন করার অভিযোগ ওঠে ৷ 2005 সালের জুলাই মাসে নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ৷ এরপর মহিলা ছত্তিশগড় হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে মামলা করেন ৷ কিন্তু, 2010 সালের এপ্রিল মাসে হাইকোর্টও নিম্ন আদালতের রায়ই বহাল রাখে ৷ এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন ওই মহিলা ৷ এতবছর পর সেই মামলার রায় বেরল, ও বেকসুর খালাস পেলেন ওই মহিলা ৷

আরও পড়ুন:মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

19 অক্টোবর, এই রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট জানায়, আবেদনকারীকে শুধু মাত্র ধারণার ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত ৷ এক্ষেত্রে কোনও প্রমাণ মেলেনি অভিযুক্তের বিরুদ্ধে ৷ নিম্ন আদালতের নির্দেশ যেভাবে হাইকোর্টেও বহাল রাখা হয়, ও মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তা দেখেও অবাক হয়েছে সুপ্রিম কোর্ট ৷ নিম্ন আদালত রায় দিতে গিয়ে যে প্রমাণের উপর নির্ভর করে রায় দেয়নি, সুপ্রিম কোর্টের পর্য7েক্ষণে তাও ধরা পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details