নয়াদিল্লি, 15 জুন: দেশজুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসুচির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ আর কিছুদিন পর থেকেই হবে সেই টিকাকরণ ৷ এরই মধ্যে দেশীয় টিকা কোভ্য়াকসিনের (Covaxin) দাম অন্য দুটির থেকে বেশি হওয়ায় যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তখনই এই নিয়ে নীরবতা ভাঙল টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ তারা জানিয়েছে, প্রতি ডোজের জন্য সরকার তাদের যে দাম দিচ্ছে, তা যথেষ্ট নয় ৷ এ ভাবে বেশিদিন তাদের পক্ষে চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে এই সংস্থা ৷
আরও পড়ুন:কলকাতায় 12-18 বয়সীদের জাইডাস ক্যাডিলার টিকার ট্রায়াল শুরু হচ্ছে
এ ব্যাপারে সবিস্তার বিবৃতি দিয়ে ভারত বায়োটেক জানিয়েছে, অন্য টিকার থেকে দাম ভিন্ন হলেও কোম্পানি প্রতি ডোজে 250 টাকারও কম পাচ্ছিল ৷ সরকার প্রচুর পরিমাণে টিকা কিনলেও ডোজপ্রতি 150 টাকা করে দেবে ৷ মাত্র 25 শতাংশ কোম্পানি বেসরকারি হাসপাতালগুলিকে বিক্রি করতে পারবে ৷ এতে তাদের খরচ উঠছে না ৷