শিবমোগা, 9 নভেম্বর:শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের (Karnataka TET) জন্য হাতে এসেছে হল টিকিট (Sunny Pic on Hall Ticket)! তবে তাতে প্রার্থীর ছবি নয়, রয়েছে অভিনেত্রী সানি লিয়নের (Sunny Leone) ছবি ৷ এই নিয়েই শোরগোল পড়ে গেল কর্নাটকের চিক্কামাগালুরে ৷
গত 6 নভেম্বর কোপ্পার এক চাকরিপ্রার্থী যখন টেটে বসার জন্য হল টিকিট হাতে পান, তখন তিনি দেখেন, তাতে তাঁর ছবি যেখানে থাকার কথা, সেখানে রয়েছে সানি লিয়নের ছবি ৷ সেই কারণে তিনি যখন শিবমোগায় ন্যাশনাল রুদ্রাপ্পা পিইউ কলেজে পরীক্ষা দিতে যান, তখন তাঁকে বেশ বিপাকে পড়তে হয় ৷ হল টিকিটে তাঁর ছবি না থাকায় তাঁকে তাঁর আধার কার্ড ও অন্যান্য সরকারি নথি দেখিয়ে পরীক্ষায় বসতে হয় ৷ এই নিয়ে আজ শিবমোগার পুলিশ সুপার মিঠুন কুমারের কাছে অভিযোগ দায়ের করেছে শিক্ষা দফতর ৷