কলকাতা, 10 অক্টোবর: বিশ্বের অন্যান্য প্রান্তের তুলনায় পশ্চিমবঙ্গের সুন্দরবনে শিশুদের মৃত্যুহার সবচেয়ে বেশি ৷ 1 থেকে 4 বছর বয়সি শিশুদের মধ্যে প্রতি 1 লাখে এই মৃত্যুর সংখ্যা 243 ৷ সম্প্রতি একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷ ওই রিপোর্টে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে 5 থেকে 9 বছর বয়সি বাচ্চাদের মধ্যে এই মৃত্যু হার প্রতি 1 লক্ষে 38.8 ৷ স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি) সুন্দরবন অঞ্চলের 19টি ব্লকে এই সমীক্ষা চালিয়েছে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশন (আরএনএলআই) এবং দ্য জর্জ ইন্সটিটিউট এর মতো আন্তর্জাতিক সংস্থার সংঙ্গে হাত মিলিয়ে ৷ কোভিড সংক্রমণের আগে, 2016 থেকে 2019 সাল পর্যন্ত সময়পর্ব ধরে এই সমীক্ষার কাজ চলে ৷ সম্প্রতি এই রিপোর্টটি সামনে এসেছে ৷
রাজ্যের সুন্দরবন অঞ্চলের 19টি ব্লকে 2016-2019 সাল পর্যন্ত এই সমীক্ষার কাজ চলে ৷ এরমধ্যে দক্ষিণ 24 পরগনার 13টি ও উত্তর 24 পরগনার 6টি ব্লকে এই সমীক্ষা হয় ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই জলেডুবে মৃত্যুর ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে কোনও ফারাক নেই ৷ বেশির ভাগ শিশুরই মৃত্যু হয় বাড়ি থেকে 50 মিটার দূরত্বের মধ্যেই কোনও পুকুরে ডুবে ৷ রিপোর্টে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে হয়তো অভিভাবকরা শিশু সামলানোর ফাঁকে ঘরের কাজে ব্যস্ত, সেই সয়েই নজর এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটে যায় ৷
পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশজুড়ে ছড়িয়ে রয়েছে সুন্দরবন বদ্বীপ অঞ্চল ৷ পশ্চিমবঙ্গের দিকে এই অঞ্চলগুলিতে প্রায় 100টি দ্বীপ রয়েছে, যেখানে বসবাস করেন প্রায় 40 লক্ষ মানুষ ৷ এই জনসংখ্যার মধ্যে প্রায় 15.9 শতাংশ রয়েছে শিশু, যাদের বয়স 1 থেকে 9 বছর ৷ এই জনবসতিগুলির মধ্যে অনেক এলাকাই হাসপাতাল থেকে অনেক দূরে ৷ বর্ষায় এখানকার জলাশয়গুলির জলস্তর আরও বেড়ে যায় ৷ গত 4-5 বছর ধরেই এখানকার সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলি একাধিকবার বন্যার সাক্ষী থেকেছে ৷