পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sukhwindar Singh Sukhu: হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, শপথ রবিবার - Mallikarjun Kharge

গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল (HP Assembly Poll Results 2022) বেরিয়েছে ৷ 40টি আসন নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস (Congress) ৷ কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে, তা নিয়ে আলোচনা চলছিল গত দু’দিন ধরে ৷

Sukhvinder Singh Sukhu to be new Himachal CM, likely to take oath on Sunday
Sukhwindar Singh Sukhu: হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, শপথ রবিবার !

By

Published : Dec 10, 2022, 6:23 PM IST

Updated : Dec 10, 2022, 7:20 PM IST

সিমলা (হিমাচল প্রদেশ), 10 ডিসেম্বর: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু (Sukhwindar Singh Sukhu) ৷ কংগ্রেসের (Congress) তরফে এমনটাই জানানো হয়েছে ৷ পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ও পাঁচবারের বিধায়ক মুকেশ অগ্নিহোত্রীকে ৷ রবিবারই হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠান ৷

নতুন দায়িত্ব পাওয়ার পর সুখবিন্দর সিং সুখু বলেন, ‘‘আমি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং রাজ্যের জনগণের কাছে কৃতজ্ঞ । আমাদের সরকার পরিবর্তন আনবে । হিমাচল প্রদেশের জনগণকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করার দায়িত্ব আমার । রাজ্যের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে ৷’’

অন্যদিকে মুকেশকে নিয়ে তাঁর বক্তব্য, ‘‘উপ-মুখ্যমন্ত্রী মনোনীত মুকেশ অগ্নিহোত্রী এবং আমি একটি দল হিসেবে কাজ করব । আমি 17 বছর বয়সে আমার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছি । কংগ্রেস আমার জন্য যা করেছে, তা আমি কখনোই ভুলতে পারব না ৷’’

শুক্রবার কংগ্রেসের পরষদীয় দলের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে নবনির্বাচিত বিধায়করা দলের সভাপতিকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব ছেড়েছিলেন ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জানিয়েছিলেন, এই পার্বত্য রাজ্যে পাঠানো দলের পর্যবেক্ষকরা পৃথকভাবে সমস্ত দলীয় বিধায়কের মতামত জানতে চাইছেন এবং সেই মতামতের ভিত্তিতে দল মুখ্যমন্ত্রীর নাম ঠিক বিষয়ে সিদ্ধান্ত নেবে ।

আগেই সূত্র মারফত জানা গিয়েছিল, হিমাচলের অধিকাংশ কংগ্রেস বিধায়কই সুখুর মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাবে সায় দিয়েছেন ৷ যদিও তাঁর কোনও প্রশাসনিক অভিজ্ঞতা নেই ৷ তার পরও তিনি দলের রাজপুত মুখ ৷ হিমাচলে প্রচার কমিটির চেয়ারম্যান ৷ আর হাইকমান্ডের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ৷ এগুলিই তাঁকে মুখ্যমন্ত্রিত্ব পাইয়ে দিল ৷

ওই সূত্র আগেই জানিয়েছিল, এই সিদ্ধান্তে ওই পাহাড়ি রাজ্যে কংগ্রেসের অসন্তোষ তৈরি হতে পারে ৷ সেই কারণে দু’জন উপ-মুখ্যমন্ত্রী রাখার কথা বিবেচনা করছে নেতৃত্ব । এমন পরিস্থিতিতে দুই উপমুখ্যমন্ত্রী পদে বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী এবং প্রয়াত বীরভদ্র সিং-এর ছেলে বিক্রমাদিত্য সিংয়ের নাম আসতে পারে । কারণ, মুকেশ শুধু বিরোধী দলনেতা ছিলেন না, তিনি পাঁচবারের বিধায়ক ৷ তাই উপেক্ষা করা কঠিন বলেই মনে করছে কংগ্রেসের একাংশ ৷ তাছাড়া বিক্রমাদিত্য সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে ৷ তাঁর মা প্রতিভা সিং আবার সাংসদ ৷ ফলে তাঁকেও উপেক্ষা করলে কোন্দল বাড়তে পারে বলে মত কংগ্রেসের একাংশের ৷

শেষ পর্যন্ত শুধু মুকেশকে উপ-মুখ্যমন্ত্রী করা হল ৷ তাই এই সিদ্ধান্ত হিমাচলে কংগ্রেসের অন্দরে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার !

আরও পড়ুন:হিমাচলের সাফল্য কংগ্রেসের নেতৃত্বে এগিয়ে দিল প্রিয়াঙ্কাকে

Last Updated : Dec 10, 2022, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details