সিমলা (হিমাচল প্রদেশ), 10 ডিসেম্বর: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু (Sukhwindar Singh Sukhu) ৷ কংগ্রেসের (Congress) তরফে এমনটাই জানানো হয়েছে ৷ পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ও পাঁচবারের বিধায়ক মুকেশ অগ্নিহোত্রীকে ৷ রবিবারই হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠান ৷
নতুন দায়িত্ব পাওয়ার পর সুখবিন্দর সিং সুখু বলেন, ‘‘আমি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং রাজ্যের জনগণের কাছে কৃতজ্ঞ । আমাদের সরকার পরিবর্তন আনবে । হিমাচল প্রদেশের জনগণকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করার দায়িত্ব আমার । রাজ্যের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে ৷’’
অন্যদিকে মুকেশকে নিয়ে তাঁর বক্তব্য, ‘‘উপ-মুখ্যমন্ত্রী মনোনীত মুকেশ অগ্নিহোত্রী এবং আমি একটি দল হিসেবে কাজ করব । আমি 17 বছর বয়সে আমার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছি । কংগ্রেস আমার জন্য যা করেছে, তা আমি কখনোই ভুলতে পারব না ৷’’
শুক্রবার কংগ্রেসের পরষদীয় দলের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে নবনির্বাচিত বিধায়করা দলের সভাপতিকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব ছেড়েছিলেন ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জানিয়েছিলেন, এই পার্বত্য রাজ্যে পাঠানো দলের পর্যবেক্ষকরা পৃথকভাবে সমস্ত দলীয় বিধায়কের মতামত জানতে চাইছেন এবং সেই মতামতের ভিত্তিতে দল মুখ্যমন্ত্রীর নাম ঠিক বিষয়ে সিদ্ধান্ত নেবে ।