কলকাতা, 14 জুলাই: সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার আগেই অসংসদীয় শব্দের (Unparliamentary Words) একটি নয়া তালিকা প্রকাশ করা হয়েছে ৷ তাতে 'বিশ্বাসঘাতক', 'দুর্নীতিগ্রস্ত', 'নাটক', 'ভণ্ড', 'অযোগ্য'-সহ বহু শব্দকে চিহ্নিত করা হয়েছে ৷ এবার থেকে সংসদের ভিতর আর এই শব্দগুলি ব্যবহার করা যাবে না ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ তাঁর অভিযোগ, সাংবিধানিক অধিকারকেই লঙ্ঘন করতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ অন্যদিকে, এই তালিকা প্রত্যাহারের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷
এই ঘটনা প্রসঙ্গে সুজন বলেন, এত দিন মোদি সরকারের সমালোচনায় বিরোধীরা যেসমস্ত শব্দ ব্যবহার করে এসেছেন, নতুন তালিকায় ঠিক সেই শব্দগুলিকেই অসংদীয় বলে দেগে দেওয়া হয়েছে ৷ সিপিএম নেতার অভিযোগ, মোদি সরকার আদতে প্রশংসা ছাড়া কিছুই শুনতে চায় না ৷ তারা সমালোচনা বরদাস্ত করতে পারে না ৷ কিন্তু, এভাবে সংসদ চলে না ৷ মানুষের কথা বিরোধীরা সরকার পক্ষের সামনে তুলে ধরবেন, প্রয়োজনে সরকারের সমালোচনা করবেন, এটাই সাংবিধানিক নিয়ম ৷ কিন্তু, বিজেপি সেই ভারসাম্য ভেঙে দেওয়ার চেষ্টা করছে ৷