নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি : তৃণমূল নয়, তাঁর পুরনো দল কংগ্রেসেই ফিরলেন সদ্য বিধায়ক পদ এবং বিজেপি ছাড়া সুদীপ রায়বর্মন (Ex BJP Leader Sudip Roy Barman joins Congress) ৷ আজ সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বাসভবনে যান তিনি (Ex-BJP Leader Sudip Roy Barman Meets Rahul Gandhi with His Close Associate) ৷ সঙ্গে ছিলেন আশিস কুমার সাহা ৷ তিনিও গতকাল সুদীপ রায়বর্মনের সঙ্গেই বিধায়ক পদ এবং বিজেপি ছেড়েছেন ৷ গতকালই তাঁরা দিল্লি চলে আসেন ৷ আজ সকালে রাহুল গান্ধির সঙ্গে দেখা করেই সুদীপ ও তাঁর অনুগামীরা কংগ্রেসে যোগ দেন ৷ যোগদানের সময় সেখানে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও উপস্থিত ছিলেন ৷
এ দিন কংগ্রেসে যোগ দিয়ে সাংবাদিকদের সমানে সুদীপ রায়বর্মন বলেন, অনেক বিধায়কই বিজেপি ছাড়ার জন্য তৈরি হয়ে রয়েছেন ৷ কিছু, পদ্ধতিগত সমস্যার কারণে তাঁরা এখনই বিজেপি ছাড়তে পারছেন না ৷ সকলের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে বলে জানালেন সুদীপ রায়বর্মন ৷ পাশাপাশি আগামী বছর গুজরাত এবং হিমাচলপ্রদেশের সঙ্গে ত্রিপুরার বিধানসভা নির্বাচন করানো উচিত বলে দাবি করেছেন কংগ্রেসে ফেরা ত্রিপুরার এই হেভিওয়েট রাজনীতিক ৷
সোমবারই গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর সব সম্পর্ক ত্যাগ করেছেন সুদীপ রায়বর্মন ৷ তিনি এবং তাঁর অনুগামী বলে পরিচিত আশিস কুমার সাহা ত্রিপুরা বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন ৷ সুদীপ রায়বর্মন ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট বলে পরিচিত ৷ রাজনীতির হাতেখড়ি হয়েছিল কংগ্রেস থেকেই ৷ সেখান থেকে তৃণমূলে যোগ দেন ৷ তাঁর সঙ্গে আরও কয়েকজনও তৃণমূলে গিয়েছিলেন ৷ তার পর সেই বিধায়কদের নিয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সুদীপ ৷ যখন তিনি ও তাঁর অনুগামীরা যে দলে গিয়েছেন, সেই দলই ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ৷