নয়াদিল্লি, 14 জুলাই : দেশে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 792 জন ৷ গতকালের তুলনায় প্রায় 20 শতাংশ বেশি ৷ গতকাল দেশে আক্রান্তের সংখ্যা ছিল 31 হাজার 443 জন ৷ তবে মৃত্যু কমেছে অনেকটাই ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 792 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 2020 ৷
গত শুক্রবার থেকে লাগাতার পাঁচ দিন নিম্নমুখী থাকার পর বুধবার উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণের গ্রাফ ৷ রবিবার আক্রান্ত হন 41 হাজার 506 জন ৷ সোমবার আক্রান্ত হন 37 হাজার 154 জন । মঙ্গলবার আক্রান্ত হন 31 হাজার 443 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হয়েছে 38 হাজার 792 । করোনায় মৃত্যু শনিবার হাজার পেরিয়ে গিয়েছিল ৷ সংখ্যাটা ছিল 1 হাজার 206 । রবিবার তা কমে হয় 895 জন ৷ সোমবার আরও কমে হয় 723 । তবে মঙ্গলবারে মধ্যপ্রদেশ করোনা আক্রান্তদের মৃত্যুর তালিকা পুনর্বিন্যাস করায় মৃত্যু বেড়ে দাঁড়ায় 2020-তে ৷ বুধবারের বুলেটিন অনুযায়ী মৃতের সংখ্যা 624 ।