চেন্নাই, 13 জুলাই:চেন্নাই-বেঙ্গালুরু ডবল ডেকার এক্সপ্রেসে হঠাৎ ধোঁয়া । ট্রেন ছাড়ার 12 মিনিটের মধ্যে ধোঁয়া দেখা যাওয়ায় মাঝ পথেই থেমে গেল চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেস । চেন্নাই থেকে বেঙ্গালুরুগামী ট্রেনটি কাডপাডির কাছে থেমে যায় । আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ বেশ কিছুক্ষণ ধরে ট্রেনটি থেমে থাকে । চলন্ত ট্রেন থেকে কীভাবে ধোঁয়া এল, সেই নিয়েই উদ্বেগ বাড়ে । বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করেই জরুরি ভিত্তিতে ট্রেন থামানো হয় । তবে পরে ট্রেন চলাচল শুরু হয় ৷
হঠাৎ কেন ধোঁয়ায় ঢাকলো ট্রেন ? এই দৃশ্য দেখেই আতঙ্কে ট্রেন থেকে বাইরে বেরিয়ে পড়েন যাত্রীরা। দেখা যায় ধোঁয়ায় ঢেকেছে ট্রেনের বেশ অনেকটা অংশ । যদিও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয় । 12 মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রেলকর্মীরা । জানা গিয়েছে, ট্রেনে ব্রেক মেরামতির কাজ চলছিল । চলন্ত ট্রেনে ব্রেকের সমস্যা দেখা দেওয়ায় ট্রেন থামাতে বাধ্য হন রেলকর্মীরা। ট্রেন ছাড়ার বারো মিনিটের মধ্যে সমস্যা, পরবর্তী 12 মিনিটের মধ্যে পরিস্থিতি সামলে নেন রেলকর্মীরা ।