পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 10:55 PM IST

Updated : Aug 23, 2023, 11:07 PM IST

ETV Bharat / bharat

Chandrayaan-3: মহাকাশ অর্থনীতি 4.0-তে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত, অভিমত ডিআরডিও’র প্রাক্তন ডিজি’র

ইতিহাস ছুঁয়েছে ভারত ৷ আজকের সাফল্যে বিশ্বব্যাপী মহাকাশ অর্থনীতি 4.0-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে দেশ । বললেন বিখ্যাত বিজ্ঞানী এবং প্রাক্তন ডিজি ডিআরডিও ডক্টর বিজয় কুমার সারস্বত ৷

Etv Bharat
Etv Bharat

মহাকাশ অর্থনীতি 4.0-তে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত

নয়াদিল্লি, 23 অগস্ট: চন্দা মামা আর দূরে নয়, বরং হাতের মুঠোয় ৷ সৌজন্যে চন্দ্রযান-3 ৷ বুধবার চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে ভারত ৷ ইতিহাস গড়েছে দেশ ৷ সাফল্যে উচ্ছ্বাসে মেতেছে 140 কোটি দেশবাসী ৷ যাদের হাত দিয়ে এসেছে এই সাফল্য, তাঁরা কী বলছেন ? বর্তমানদের সাফল্যে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিখ্যাত বিজ্ঞানী এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রাক্তন ডিরেক্টর জেনারেল ডক্টর বিজয় কুমার সারস্বত ৷ ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, এবার আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ।

ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বব্যাপী মহাকাশ অর্থনীতি 4.0-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে । স্পেস 4.0 একটি নতুন যুগে স্পেস সেক্টরের বিবর্তনের প্রতিনিধিত্ব করবে ৷ এটি আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে । সরকার, বেসরকারী খাত, সমাজ এবং রাজনীতির মধ্যে সেতুবন্ধনের কাজ করবে মহাকাশ অর্থনীতি ৷

তিনি বলেন, ‘‘আমাদের সমস্ত মিশন কম খরচের ৷ ভারত অনেক কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে । আমরা এতে বিভিন্ন ব্যক্তিগত শিল্পগুলিকে জড়িত করতে পারি যা প্রতিটি মিশনে কাজে আসতে পারে ।’’ ভারতের মহাকাশ সেক্টরেও পরিবর্তন হয়েছে বলে জানান তিনি ৷ বিজয় কুমার বলেন, ‘‘গত পাঁচ বছরে ভারতের মহাকাশ অভিযান ছাত্রদের এই ক্ষেত্রে আসার জন্য আরও উৎসাহী করেছে ৷ আমরা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করাই । আজকের যুবকরা এখন আগামিকালের মহাকাশ প্রকৌশলী হতে চায় ৷" সারস্বত জানিয়েছেন যে মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটি পরিবর্তন হয়েছে ৷ এটি বেসরকারি খাতের বৃহৎ অংশগ্রহণের অনুমতি দিয়েছে যা এই ক্ষেত্রে শিল্প এবং স্টার্ট-আপ নিয়ে এসেছে ।

আরও পড়ুন: ‘ইন্ডিয়া ইস অন দ্য মুন’, চাঁদের দেশে চন্দ্রযান

সফট ল্যান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিক্রম ল্যান্ডারের অবতরণ প্রক্রিয়া খুবই জটিল ছিল । ইসরো বিজ্ঞানীদের প্রচেষ্টা অসামান্য । ভারত ভবিষ্যতেও এরকম বেশ কয়েকটি মিশন অন্বেষণ করবে ৷ আমরা মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করছি । আমরা মঙ্গলযান এবং শুক্রের অনুসন্ধানেও কাজ করছি ।’’

Last Updated : Aug 23, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details