পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Thanks to Bhutan PM: চন্দ্রযান-3 মানবজাতির কল্যাণ করবে, ভূটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদির

মানবজাতির কল্যাণ করবে চন্দ্রযান 3-এর সাফল্য ৷ ভূটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার জবাবে এ কথাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 24 বা 25 অগস্ট চাঁদের মাটিতে অবতরণ করার কথা রয়েছে চন্দ্রযান-3 এর ৷ এই মিশন সফল হলে মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি করবে ভারত ৷

Modi Thanks to Bhutan PM ETV BHARAT
Modi Thanks to Bhutan PM

By

Published : Jul 16, 2023, 1:25 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই: চন্দ্রাভিযানের সাফল্য মানব সভ্যতার জন্য শুভ সংকেত বয়ে নিয়ে আসবে ৷ রবিবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জানাতে গিয়ে একথা বলেছেন তিনি ৷ শনিবার ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং একটি টুইটে ইসরো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চন্দ্রযান-3 এর সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানান ৷ সেই অভিনন্দন বার্তার জবাব দিতে গিয়ে মোদি জানান, চন্দ্রযানের সাফল্য মানব সভ্যতার জন্য শুভ সংকেত বয়ে আনবে ৷

ভুটানের প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় লেখেন, "চন্দ্রযান-3 এর সফল উৎক্ষেপণের জন্য আমি আনন্দিত। ইসরো ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাই ৷ বিজ্ঞানের প্রতি আপনাদের সমর্পণ এবং শেখার প্রতি আপনাদের আগ্রহ থেকে ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা যায় ৷ আশা করব এই অভিযানের ফলে ভারত এবং মানবতার উন্নতি হবে ৷"

লোটে শেরিংয়ের এই টুইটের উত্তরে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই টুইটে তিনি বলেন, " আপনার এই উষ্ণ শব্দগুলির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি ৷ অবশ্যই, চন্দ্রযানের সাফল্য সম্পূর্ণ মানবজাতির কল্যাণ করবে। শুভ সংকেত বয়ে আনবে ৷" উল্লেখ্য, গত 14 জুলাই বেলা আড়াইটে নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর চন্দ্রযান-3 এর সফল উৎক্ষেপণ হয় ৷ এই চন্দ্রাভিযানকে ঘিরে ভারতীয় বিজ্ঞানীদের উচ্চাকাঙ্খা রয়েছে ৷

আরও পড়ুন:চন্দ্রযান-3 অভিযানের শরিক এক বাঙালি বিজ্ঞানী, ক্যামেরা ডিজাইনে ইসলামপুরের অনুজ

এর আগে চন্দ্রযান-2 এর উৎক্ষেপণ সফল হলেও, চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে অবতরণের কয়েক মুহূর্ত আগে সেটি ভেঙে পড়ে ৷ ফলে শেষ মুহূর্তে এসে অভিযান ব্যর্থ হয় ৷ সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয়বার চাঁদের মাটিতে অবতরণের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান-3 ৷ সেই দক্ষিণ মেরুতেই চন্দ্রযান-3 এর অবতরণ করানো হবে ৷ নাসা বা রাশিয়ার মতো প্রযুক্তিতে সেরা দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলিও চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারেনি ৷ এবার ভারত সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

ABOUT THE AUTHOR

...view details