নয়াদিল্লি, 24 অক্টোবর : কোভিডের ভয়াবহতা কাটিয়ে 100 কোটি টিকার লক্ষ্যমাত্রা পূরণ করেছে ভারত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানেও উঠে এল সেই প্রসঙ্গ ৷ মোদির মতে, একযোগে চেষ্টা করলে ভারতের মধ্যে অসাধ্য সাধনের সম্ভাবনা রয়েছে ।
রবিবার ‘মন কি বাত’-এর 82তম পর্বে 100 কোটি টিকা দেওয়ার ‘সাফল্য’ তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, ‘‘আমাদের টিকাকরণ প্রকল্পের এই সাফল্যই বলে দিচ্ছে, ভারতের কতটা ক্ষমতা ৷ বোঝা গিয়েছে, একযোগে চেষ্টা করলে অসাধ্য সাধন করতে পারে ভারত ৷’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘দেশ এবং দেশের মানুষ কী ক্ষমতা ধরেন, তা আমি খুব ভাল করেই জানি ৷ জানতাম দেশের মানুষের টিকাকরণে আমাদের স্বাস্থ্যকর্মীরা চেষ্টায় কোনও ত্রুটি রাখবেন না ৷’’